Pakistan: ভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত একাধিক

 মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল পাকিস্তানে। জানা গিয়েছে, শুক্রবার পাকিস্তানের গুজরানওয়ালায় দুটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে একটি দ্রুত গতিতে আসা ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জন…

short-samachar

 মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল পাকিস্তানে। জানা গিয়েছে, শুক্রবার পাকিস্তানের গুজরানওয়ালায় দুটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে একটি দ্রুত গতিতে আসা ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত ও আটজন আহত হয়েছেন বলে খবর।

   

পুলিশ জানিয়েছে, গুজরানওয়ালার কোট লাধা এলাকার কাছে হাফিজাবাদ রোডে এই ঘটনা ঘটেছে। ওই ভ্যানগুলো সারগোধা থেকে গুজরানওয়ালাগামী যাত্রীদের বহন করছিল বলে জানিয়েছেন সাদ্দারের এসপি উসমান টিপু। মৃতরা সকলেই একই পরিবারের বলে জানা গিয়েছে। 

তিনি বলেন, সরগোধায় একটি মাজার পরিদর্শন করে তারা গুজরানওয়ালায় ফিরছিলেন। আহত যাত্রীদের হাফিজাবাদ এবং গুজরানওয়ালা জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এসপি বলেন, দুর্ঘটনার প্রাথমিক তথ্যে জানা গেছে, দ্রুতগতির ডাম্প ট্রাকটি একের পর এক দুটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে ধাক্কা খায়।