Ukraine War: রুটি কেনার লাাইনে রুশ সেনার হামলায় ‘নিহত ১০ ইউক্রেনীয়’

বিশ্ব স্তম্ভিত এমন সংবাদে। বিবিসি, রয়টার্স সহ বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদন ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রুটির জন্য দাঁড়িয়ে ছিল এক দল ইউক্রেনীয়। সেখানেই হামলা চালায়…

বিশ্ব স্তম্ভিত এমন সংবাদে। বিবিসি, রয়টার্স সহ বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদন ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রুটির জন্য দাঁড়িয়ে ছিল এক দল ইউক্রেনীয়। সেখানেই হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। (Ukraine War)

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে। তবে এই বিষয়ে নীরব রাশিয়া।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ব্রিটেনের সংবাদপত্র । দ্য গার্ডিয়ান জানাচ্ছে, বুধবার সকালে এই ঘটনা ঘটেছে। গত সপ্তাহজুড়ে রুশ বাহিনী চেরনিহিভ শহরে গোলাবর্ষণ করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার এক ভিডিও থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সিএনএন জানাচ্ছে, বুধবার সকালে এক দল লোকের ওপর হামলা হয়। সেই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। 

ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সর্বসম্মতভাবে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে পুতিনকে নিন্দা জানানোর প্রস্তাবের পক্ষে দুই দলের সিনেটররা একযোগে ভোট দেন, যা এক বিরল ঘটনা।

রাশিয়ার তরফে ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।