Weather: ঘূর্ণিঝড়েই কাবু শীতের হাওয়া, হাল্কা গরমে ডিসেম্বর শুরু

Weather: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় রবিবার তৈরি হতে পারে যা সোমবার উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছে যাবে। তারপর কোনদিকে অগ্রসর হবে…

Person Drinking Cold Water From a Glass

Weather: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় রবিবার তৈরি হতে পারে যা সোমবার উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছে যাবে। তারপর কোনদিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়, তা এখনও জানা যায়নি। অর্থাৎ ওই মিগজাউম কোথায় আছড়ে পড়বে  তা এখনও নির্দিষ্টভাবে জানানো হয়নি। সেই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আপাতত পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়নি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের কোনও জেলায় বৃষ্টি হবে না। যা বৃষ্টি হবে, তা মূলত তামিলনাড়ু, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশের দিকে হবে।

পশ্চিমবঙ্গের শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে সম্ভাব্য ঘূর্ণিঝড় মিগজাউম। আবহাওয়াবিদদের বক্তব্য, ওই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের পারদ নামছে না। যতদিন না ওই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাচ্ছে, ততদিন জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে তেমন ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের কোনও জেলার তাপমাত্রার হেরফের হবে না। এখন যেমন আছে, সেরকমই থাকবে তাপমাত্রা। কলকাতায় যেমন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকছে, মোটামুটি সেরকমই থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২২ বছরে সবথেকে উষ্ণতম নভেম্বর কাটিয়েছে কলকাতা। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০০১ সালের পর এত কম ঠান্ডায় নভেম্বর কাটেনি কলকাতাবাসীর।