Cyclone Dana: ধেয়ে আসছে সামুদ্রিক ঘূর্ণিঝড় ডানা, কবে ও কোথায় হামলা?

জাগছে সাগর দানব। এবার তার নাম ডানা। সামুদ্রিক ঘূর্ণিঝড়ের (Cyclone Dana) জন্ম নেবার সব লক্ষ্ণণ প্রকট। চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ‘ডানা’ নামে  ঘূর্ণিঝড়টির গতিপথ…

Cyclone Michaung

জাগছে সাগর দানব। এবার তার নাম ডানা। সামুদ্রিক ঘূর্ণিঝড়ের (Cyclone Dana) জন্ম নেবার সব লক্ষ্ণণ প্রকট। চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ‘ডানা’ নামে  ঘূর্ণিঝড়টির গতিপথ বিশ্লেষণ চলছে। বঙ্গোপসাগর উপকূলের তিনটি দেশ ভারত, বাংলাদেশ ও মায়ানমার। ডানা কোনদিকে যাবে?

আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল জানিয়েছে আগামী ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে স্থলভাগে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে।

   

ঘূর্ণিঝড়টি জন্ম নিলে তার নাম হবে ডানা। এই নামটি দিয়েছে কাতার। ঘূর্ণিঝড় ডানা চলতি অক্টোবর মাসের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে উপকূলে আঘাত করতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে বাংলাদেশ আবহাওয়া বিভাগ জানাচ্ছে।

আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের বিশ্লেষণ, আসন্ন ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বরিশাল বিভাগ ও ভারতের ওড়িশা রাজ্যের মধ্যবর্তী যে কোনও উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থল ভাগে আঘাত করতে পারে।