কথাতেই আছে একা রামে রক্ষে নেই আবার ‘সুগ্রীব’ দোসর। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অবস্থাটিও খানিকটা সেরকমই। বর্তমানে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্টে শুরুতেই ব্যাট হাতে ‘লজ্জার’ রেকর্ড গড়ার পর , ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। যার ফলে তাঁর জায়গায় ধ্রুব জুরেল (Dhruv Jurel) উইকেটকিপিংয়ের দায়িত্ব নিয়েছেন।
গতকাল ম্যাচের দ্বিতীয় দিনে পন্থের ডান হাঁটুতে চোট লাগে, যার ফলেই একপ্রকের মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর থেকে তাঁর ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আজ তৃতীয় দিনেও পন্থ মাঠে ফিরতে পারেননি (Rishabh Pant Injury IND vs NZ 1st Test) যা ভারতীয় দলের জন্য আরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
🗣️ The ball hit Rishabh Pant on his knee cap. He has a bit of swelling on it, and the muscles are a bit tender.#TeamIndia Captain Rohit Sharma shares an update on the Pant’s on-field injury#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/PPSY5lcdZk
— BCCI (@BCCI) October 17, 2024
দ্বিতীয় দিনে পন্থের হাঁটুতে বল লেগে যাওয়ার পর তাঁকে কষ্টের মধ্যে দেখা যায়। হাঁটতে গিয়ে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তিনি সোজা মাঠ ছেড়ে বেরিয়ে যান। এর আগে, ভারতের প্রথম ইনিংসে পন্থই সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। যেখানে দলের ৯ জন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছতে পারেননি এবং পাঁচজন শূন্য রানে আউট হন, সেখানে পন্থ ৪৯ বলে ২০ রান করেন।
কিভাবে বিনামূল্যে দেখবেন ভারত-নিউজিল্যাণ্ড টেস্ট? জানুন একঝলকে
তবে গতকাল খেলা শেষে, ভারত অধিনায়ক রোহিত শর্মা পন্থের চোট সম্পর্কে বলেন, “আমরা কোনো ঝুঁকি নিতে চাই না এবং ঋষভ নিজেও কোনো ঝুঁকি নিতে রাজি নয়। তার আগেও এই পায়ে চোট ছিল এবং সে জন্য তার অস্ত্রোপচারও হয়েছিল। বল লাগার পরেই সে ড্রেসিং রুমে ফিরে যায়।”
বোলারদের পর কনওয়ে-রবীন্দ্রর ধ্বংসাযজ্ঞে তৃতীয় দিনেও ‘ব্যাকফুটে’ ভারত
বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে, রবীন্দ্র জাডেজা বোলিং করার সময়,ডেভন কনওয়ে তাঁকে একটি সুইপ শর্ট মারতে যান। এরপর সেটিকেই আটকাতে গিয়ে ডান হাঁটুতে আঘাত পান ঋষভ পন্থ। এই আঘাতের পর পন্থ মাঠেই শুয়ে পড়েন, যার ফলে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। তাঁর অনুপস্থিতিতে ধ্রুব জুরেল উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন। পন্থের চোটের কারণে (Rishabh Pant Injury IND vs NZ 1st Test) ভারতীয় দল এখন উদ্বিগ্ন, কারণ তৃতীয় দিনেও তাঁর মাঠে ফেরা সম্ভব হয়নি। তবে রোহিতের আশা, দ্রুত রিকভার করতে পারবেন পন্থ। এখন চোট সরিয়ে ব্যাট হাতে আবার মাঠে নামতে পারেন নাকি তিনি সেটা দেখতে মুখিয়ে আছে সমর্থক মহল।