Pataliputra: বিপুল সোনা চোরাচালান, পাটলিপুত্র স্টেশনে চাঞ্চল্য

বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হলো বিহারে। সোনার চোরাচালানে জড়িত সন্দেেহে তিন বাংলাদেশিকে আটক করেছে রেল পুলিশ। বাজেয়াপ্ত করা সোনার বাজারমূল্য কমপক্ষে দেড় কোটি টাকা।…

বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হলো বিহারে। সোনার চোরাচালানে জড়িত সন্দেেহে তিন বাংলাদেশিকে আটক করেছে রেল পুলিশ। বাজেয়াপ্ত করা সোনার বাজারমূল্য কমপক্ষে দেড় কোটি টাকা। (Pataliputra)

ডিব্রুগড় রাজধানীর কামরা থেকে বিপুল সোনা উদ্ধারের পর পাটলিপুত্র স্টেশনে চাঞ্চল্য ছড়ায়। এই সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত চলছে। ধৃত দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে জেরা চলছে।

ধৃত তিন বাংলাদেশির নাম সাহেব আলি, মহম্মদ আয়ুব আলি ও মহম্মদ কামরুজ্জামান বাদল। তারা জানিয়েছে, ঢাকা থেকে অসমের ডিব্রুগড়ে পৌঁছে দিল্লি যাওয়ার জন্য রাজধানী এক্সপ্রেসে উঠেছিল। দিল্লিতে একজনের কাছে একটি ব্যাগ পৌঁছে দিতে বলা হয়। সেই ব্যাগে কী ছিল জানা নেই। ধৃতদের বয়ানে অসঙ্গতি লক্ষ্য করেছে পুলিশ। তাদের জেরা করা হচ্ছে।

সম্প্রতি বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে সোনা পাচারকারীদের সক্রিয়তা বেশি বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ। প্রায় প্রতিদিনই বাংলাদেশের সীমান্ত রেখার পাশে চলছে অভিযান। কোটি কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করা হচ্ছে। বিজিবির সোনা পাচার বিরোধী অভিযানে উঠে আসছে পশ্চিমবঙ্গের দুটি জেলা উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় পাচারকারীদের অতি সক্রিয়তার পরিসংখ্যান।