HomeTop StoriesMaldives: ঔদ্ধত্য! ভারতের জাতীয় পতাকাকে অপমান মলদ্বীপের সাসপেন্ডেড মন্ত্রীর!

Maldives: ঔদ্ধত্য! ভারতের জাতীয় পতাকাকে অপমান মলদ্বীপের সাসপেন্ডেড মন্ত্রীর!

- Advertisement -

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে অপমানজনক মন্তব্য করেছিলেন মলদ্বীপের তিন মন্ত্রী। সেই মন্তব্যকে কেন্দ্র করে তুমুল ঝড় উঠেছিল ভারত-মলদ্বীপ সম্পর্কে। আজ অনেকটা সময় পেরিয়ে গেলেও সম্পর্ক কিন্তু সেই তলানিতেই রয়েছে। আর এরই মধ্যে নতুন করে এক কাণ্ড করে বসল মলদ্বীপ।

ঠিক কী ঘটেছে?
এবার ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগ উঠল মলদ্বীপের সাসপেন্ডেড এক মন্ত্রীর বিরুদ্ধে। বিতর্কের মুখে পড়ে মারিয়ম শিউনা নামের ওই মন্ত্রী ক্ষমা চেয়ে নিলেও বিতর্ক অব্যাহত। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে, মারিয়ম সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি বিরোধী দলগুলিকে আক্রমণ করতে গিয়ে ভারতের পতাকার অশোক চক্রের ছবিও দিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। পোস্টটি নিমেষে ভাইরাল হয়ে যায়। যতক্ষণে টনক নড়ে, ততক্ষণে পোস্ট ছড়িয়ে পড়েছে দাবানলের মতো! পরে যদিও এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়ে নেন মারিয়ম।

   

উল্লেখ্য, সামনেই মলদ্বীপে নির্বাচন। তাই নির্বাচনী প্রচারে, সেখানে বাকযুদ্ধে নেমেছে শাসক ও বিরোধী দুই পক্ষ। বিরোধী এমডিপি-কে কটাক্ষ করতে গিয়ে তাদের দলের একটি ‘বিকৃত’ লোগোর ছবি পোস্ট করেছিলেন মারিয়ম। আর সেখান থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত ঘটে।

মারিয়ম পরে ক্ষমা চেয়ে বলেন, ‘সম্প্রতি যে পোস্ট আমি করেছি তার জন্য যদি কোনও বিভ্রান্তি তৈরি হয়ে থাকে তবে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার পোস্ট করা ছবির সঙ্গে যে ভারতের পতাকার সাদৃশ্য রয়েছে তা পরে আমি জানতে পেরেছি। এটা অনিচ্ছাকৃত ভুল। আগামী দিনে এমন কোনও পোস্ট করার আগে অবশ্যই সতর্ক থাকব। ভারতের সঙ্গে মলদ্বীপের গভীর সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে আমরা সম্মান করি

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular