HomeTop Storiesভিড় সামলাতে হিমশিম, হাওড়া-এস্প্ল্যানেড মেট্রোর সময়সূচি বদল

ভিড় সামলাতে হিমশিম, হাওড়া-এস্প্ল্যানেড মেট্রোর সময়সূচি বদল

- Advertisement -

ফের পরিবর্তন হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো (Kolkata Metro) রুটের সময়সূচিতে। ওই রুটে ভিড় সামলাতেই এমন সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার থেকেই পরিবর্তিত সময়সূচি অনুযায়ী মেট্রো (Kolkata Metro) চলবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে। 

শ্রীঘরেই বাস ‘গুণধর’ সন্দীপের, প্রেসিডেন্সিতেই সারলেন ব্রেকফাস্ট!

   

গত কয়েক দিন হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে ব্যস্ত সময়ে (সকাল ৯টা থেকে ১১টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা) ১২ মিনিটের ব্যবধানে পরিষেবা দেওয়া হচ্ছিল (আগের মতোই)। এখন থেকে সেই সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। কর্তৃপক্ষ তরফে বলা হয়, বৃহস্পতিবার থেকে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। সন্ধ্যায় আবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে। 

চার জুনিয়র ডাক্তারদের সিজিওতে তলব!

কিছুদিন আগেও লাইন মেরামতির জন্য সময়সূচির পরিবর্তন করেছিল মেট্রো। এদিনের সময়সূচি পরিবর্তন নিয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চলবে পরিষেবা। 

ভোর ৩ টেয় মেল করে এখনও জবাব পায়নি মুখ্যমন্ত্রীর, দাবি বিক্ষুব্ধ ডাক্তারদের

উল্লেখ্য চলতি বছরই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নীচে মেট্রো রেলওয়ে চলাচল চালু হয়। আর এই মেট্রোর সফর করতে উপচে পড়ে ভিড়। গঙ্গার নিচে মেট্রোর জনপ্রিয়তার প্রতিফলন দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular