মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে ইমেল-চাপানউতোর অব্যাহত রাজ্য-জুনিয়ার ডাক্তারদের মধ্যে। বুধবার স্বাস্থ্যভবনে অবস্থানরত (RG kar protest) জুনিয়ার ডাক্তারদের দাবি,আমরা ভোর ৩ টে ৫০ মিনিটে মুখ্যমন্ত্রীকে ইমেল করি। কিন্তু বেলা গড়িয়ে গেলেও এখনও পর্যন্ত নবান্ন থেকে মেলের সদুত্তর পায়নি বলে দাবি আন্দোলনকারীদের। আর এই নিয়েই ক্ষোভে ফেটে পড়েন জুনিয়ার ডাক্তাররা।
প্রতিবাদে জ্বালানো যাবে না মোমবাতি, মার খেলেন তৃণমূল নেতা!
স্বাস্থ্যভবনের সচিব সহ তিন কর্তার অপসারন, দুর্নীতি দমন ও সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করে এদিন ভোরে মুখ্যমন্ত্রীকে মেল পাঠায় আন্দোলনকারীরা। কিন্তু বিকেল ৩ টে বাজতে চলল এখনও পর্যন্ত নেলের জবাব আসেনি। প্রশাসনের নীরবতা তাঁদের বিক্ষুব্ধ করছে, দাবি আন্দোলনকারীদের।
গতকাল জুনিয়ার ডাক্তারদের সঙ্গে বৈঠক করতে চেয়ে জুনিয়ার ডাক্তারদের মেল পাঠায় নবান্ন। সেখানে পাঁচ জন প্রতিনিধি বৈঠক করতে পারবেন বলে রাজ্যের তরফে মেলে জানানো হয়।
অভিজিতের মতোই গো ব্যাক স্লোগানে পিছু হটলেন অগ্নিমিত্রা
তবে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী থাকবেন কিনা উল্লেখ ছিল না গতকালের মেলে। পাশাপাশি মেলে জুনিয়ার ডাক্তারদের সম্বোধন নিয়ে আপত্তি জানিয়েছেন আন্দোলনকারীরা। সেই সম্বোধনকে ‘যন্ত্রনাদায়ক’ বলে দাবি করেন তাঁরা।
জুনিয়ার ডাক্তাররা দেশদ্রোহী, দাবি বাদুড়িয়ার তৃণমূল নেতার
অবস্থানরত জুনিয়ার ডাক্তারদের স্পষ্ট দাবি, তাঁদের দাবি মেটা না পর্যন্ত এই আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন। মেয়েরা রাত-ভোর জেগে যেভাব আন্দোলন করছেন তাতে জুনিয়ার ডাক্তারদের পাশে দাঁড়াতে রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।