শুক্রবার রাত ১১ টায় মুম্বাইয়ের ওয়াদালায় একটি ৩৮ তলা বিল্ডিংয়ে আগুন লাগে (Fire in Mumbai) , তবে কোনও হতাহতের বা ভিতরে আটকা পড়ার কোনও খবর নেই। এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অ্যান্টপ হিলের ওয়াদালা বাস ডিপোর কাছে দোস্তি অ্যামব্রোসিয়া বিল্ডিংয়ের ২৬ ও ২৭ তলায় আগুন লেগেছে এবং তা নিভানোর জন্য আটটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
Fire in Mumbai : মুম্বাইয়ের ওয়াদালায় ৩৮ তলা বিল্ডিংয়ে আগুন
শুক্রবার রাত ১১ টায় মুম্বাইয়ের ওয়াদালায় একটি ৩৮ তলা বিল্ডিংয়ে আগুন লাগে (Fire in Mumbai) , তবে কোনও হতাহতের বা ভিতরে আটকা পড়ার কোনও খবর…
![](https://kolkata24x7.in/wp-content/uploads/2024/03/A-fire-broke-out-in-a-38-storey-building-in-Wadala-Mumbai.jpg)