Murshidabad: ঘরে মিলেছে যকের ধন তৃ়ণমূল বিধায়ক জাফিকুল কই?

সিবিআই তল্লাশিতে ডোমকলে বিধায়কের বাড়িতে কার্যত যকের ধন পাওয়া গেছে। রাশি রাশি নগদ টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় এজেন্সি। জাফিকুল ইসলামের (Jafikul Islam) বাড়িতে উদ্ধার ৩৫…

CBI raids on Tmc Mla Jafikul Islam house

সিবিআই তল্লাশিতে ডোমকলে বিধায়কের বাড়িতে কার্যত যকের ধন পাওয়া গেছে। রাশি রাশি নগদ টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় এজেন্সি। জাফিকুল ইসলামের (Jafikul Islam) বাড়িতে উদ্ধার ৩৫ লক্ষ টাকা। এর মধ্যে ১০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে ডোমকলের বিধায়কের বেডরুমে। পাশাপাশি প্রচুর সোনার গয়না ও সিবিআই উদ্ধার করেছে। প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ডোমকলের বিধায়ক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলেই পরিচিত। প্রায় সাড়ে এগারো ঘণ্টা ধরে তল্লাশি করার পর বিভিন্ন নথি ও ব্যাগ নিয়ে বেরিয়ে যায় ইডি আধিকারিকেরা। সিবিআই সূত্রে খবর, প্রথমে বাড়ি থেকে ২৫ লাখ তারপর ধাপে ধাপে ৩৫ লাখ টাকার মত পাওয়া গেছে। বাড়ি থেকে বেশ কিছু কখনো উদ্ধার হয়েছে সেগুলো জানা যাচ্ছে বিধায়কের স্ত্রী ও মেয়ের গয়না।

এদিকে টাকা উদ্ধার প্রসঙ্গে বিধায়ককে বলতে শোনা যায়, চারদিন আগে নাকি তার একটা সম্পত্তি বিক্রি হয়। সেই সম্পত্তি বিক্রি বাবদ ২৪ লক্ষ টাকা তার কাছে আসে। সিবিআই নাকি সেই টাকাই বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি জাফিকুলের দাবি, নিয়োগ দুর্নীতির সঙ্গে তার কোনও যোগ নেই।

ডোমকলের মানুষ জাফিকুল সম্পর্কে বলছেন, “ছিল বিড়াল হয়ে গেল রুমাল, জীবনের উত্থানটা ঠিক এভাবেই হয়েছিল ডোমকলের গোবিন্দপুর এলাকার গৃহস্থ পরিবারের যুবক জাফিকুল ইসলামের।” আর সেই একই ভাবে রাজনীতিতেও খুব কম সময়ের মধ্যে রকেটের গতিতে উত্থান ঘটেছিল তার। কলেজের লেখাপড়া শেষ করেই আটা পেশাই মিল থেকে মুড়ির মিল। আর তার পর শুরু হয়ে যায় শিক্ষা ব্যবসা। একের পর এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুলে একেবারে ফুলে ফেঁপে ওঠেন সামান্য গৃহস্থ পরিবারের ওই যুবক। আর রাজনীতির উত্থানটাও সেই একই ভাবে।

কলেজ মাঠে শাসকদলের বড় সভা করতে গিয়েই তাঁর সঙ্গে আলাপ তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে। তাদের হাত ধরেই রাজনীতির ময়দানে পা বছর সাতেক আগে। ডোমকল পুরসভার কাউন্সিলর হিসেবে রাজনীতিতে পা রেখে আড়াই বছরের মধ্যেই পুরপ্রধান। আর তার পর গত বিধানসভা নির্বাচনে শাসক দলের হয়ে লড়ে ডোমকলের বিধায়ক।