Kolkata: ফের বেহালায় ভয়াবহ দুর্ঘটনা, বাসের ধাক্কায় আহত বহু

কলকাতার রাজপথে পথচারীরা নিরাপদ নয়। জনবহুল বেহালায় ফের ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেল বাস। তার পিছনে ধাক্কা মারে আরও একটি বাস। জখম বহু।…

bus accident

কলকাতার রাজপথে পথচারীরা নিরাপদ নয়। জনবহুল বেহালায় ফের ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেল বাস। তার পিছনে ধাক্কা মারে আরও একটি বাস। জখম বহু। বেশ কয়েকজন আশঙ্কাজনক।

সোমবার সকালে বেহালার ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারায় ২৩৫ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাস। আহত হয়েছেন প্রায় ১৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাস্তার ধারেই বসেছিলেন এক ফল ব্যবসায়ী। বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন তিনি। দুটি বাসেরই সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় ব্যাপক যানজট।

জানা গেছে, ২৩৫ নম্বর রুটের একটি বাস তারাতলা থেকে পৈলানের দিকে যাচ্ছিল। ঠাকুরপুকুর ৩ এ বাসস্ট্যান্ডের কাছে আচমকাই ওই বাসের পিছনে একটা লাক্সারি বাস এসে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যাত্রীবাহী বাসটি। সামনে থাকা একটি প্রাইভেট গাড়ি ও একটি পুলিশের গাড়িকে ধাক্কা মারে বাসটি।

এখনও পর্যন্ত ১৫ জনের আহত হওয়ার খবর মিলেছে। ২৩৫ নম্বর বাসের ১০-১২ জন যাত্রীও আহত।দুটি বাসই দুমড়ে গেছে। আহতদের স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় ব্যাপক যানজট।

গত ৪ আগস্ট বেহালাতেই লরির ধাক্কায় হয়েছিল শিশু পড়ুয়ার মৃত্যু। সেই দুর্ঘটনার পর অগ্নিগর্ভ ছিল বেহালা। বারবার বেহালায় দুর্ঘটনা ঘটে। এদিনও এই এলাকায় বাস যেভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেছে তাতে স্পষ্ট জনবহুল এলাকায় বাসের গতি ছিল বেশি।

দুর্ঘনাস্থলের ছবিতে স্পষ্ট ভয়াবহতা। বেহালার মতো অতি ব্যস্ততম এলাকায় বারবার দুর্ঘটনা ঘটলেও পরিস্থিতি কোনোদিনই ঠিক হয়না বলে অভিযোগ।