কবে ভারতে লঞ্চ হতে চলেছে IQOO 11 5G এবং IQOO Neo 7 SE

চিনা স্মার্টফোন সংস্থা ভিভোর সাব-ব্র্যান্ড IQOO ২রা ডিসেম্বর IQOO 11 5G ভারতে লঞ্চ করার কথা ছিল পরে ত পরিবর্তন করে ৮ই ডিসেম্বর ধার্য করা হয়।ভারতীয়…

IQOO Neo 7 SE

চিনা স্মার্টফোন সংস্থা ভিভোর সাব-ব্র্যান্ড IQOO ২রা ডিসেম্বর IQOO 11 5G ভারতে লঞ্চ করার কথা ছিল পরে ত পরিবর্তন করে ৮ই ডিসেম্বর ধার্য করা হয়।ভারতীয় সময় দুপুর ২ টোর সময় এই 5G ফোনের লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে।নিজেদের ইন্দোনেশিয়ান ইনস্টাগ্রাম পেজে এই তথ্যটি শেয়ার করে IQOO।

IQOO 11 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
১) এই ফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। ৮ জিবি ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে আইকিউওও ১১ ৫জি ফোন।

২) এই ফোনে একটি E6 AMOLED ডিসপ্লে থাকতে পারে। সেখানে ২কে রেজোলিউশন পাওয়া যাবে। এছাড়াও এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হবে বলে শোনা গিয়েছে।

৩) ইকোও 11 5G ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা অয়াইড লেন্স এবং ১২ মেগাপিক্সেলের একটি টেলিফটো ইউনিট থাকতে পারে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
সেনসর থাকতে পারে।

৪) এই ফোন একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
তবে এমন খবরও শোনা যাচ্ছে যে IQOO 11 5G ফোনের পাশাপাশি IQOO Neo 7 SE ফোন লঞ্চের সম্ভাবনাও রয়েছে সেদিনই।