128 GB স্টোরেজ সহ ফোন লঞ্চ করবে Motorola

  এবার দারুণ ফিচার সহ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Motorola। Moto G62 এর লঞ্চ ভারতে নিশ্চিত করা হয়েছে। এর আগে, Moto G62 এর ফাঁস হওয়া…

 

এবার দারুণ ফিচার সহ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Motorola। Moto G62 এর লঞ্চ ভারতে নিশ্চিত করা হয়েছে। এর আগে, Moto G62 এর ফাঁস হওয়া খবর প্রকাশিত হয়েছিল, তবে এখন কোম্পানিটি ভিডিও টিজারের মাধ্যমে Moto G62 লঞ্চ করার বিষয়টি নিশ্চিত করেছে। ২০২২ সালের ১১ অগস্ট ভারতের বাজারে লঞ্চ হবে Moto G62। স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরের সঙ্গে পাওয়া যাবে Moto G62।

   

জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে ব্রাজিলে লঞ্চ হয়েছে Moto G62, যদিও ব্রাজিলিয়ান মডেলে স্ন্যাপড্রাগন 480 প্লাস প্রসেসর ইনস্টল করা হয়েছে। মটোরোলা ইন্ডিয়া টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে লঞ্চের তারিখ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। ২০২২ সালের ১১ অগস্ট ভারতের বাজারে লঞ্চ হবে Moto G62। তবে এই মুহূর্তে দাম নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। অনেক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে Moto G62 ভারতের বাজারে সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন হবে। Moto G62 12 টি 5G ব্যান্ড পাবে বলে আশা করা হচ্ছে।

মোটো জি৬২ স্মার্টফোনটি কালো ও সবুজ রঙে পাওয়া যাবে।
Moto G62 স্মার্টফোনটিতে 6.5 ইঞ্চি ডিসপ্লে দেওয়া যেতে পারে যার রিফ্রেশ রেট 120Hz।
Moto G62 স্মার্টফোনটিতে তিনটি রিয়ার ক্যামেরা থাকতে পারে, যার মধ্যে প্রাথমিক লেন্সটি 50 মেগাপিক্সেল হতে পারে। মোটোরোলার এই ফোনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
Moto G62 স্মার্টফোনটিতে 20W TurboPower ফাস্ট চার্জিং সহ একটি 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে।