বিশ্বের সেরা অ্যান্ড্রয়েড ফোন হতে পারে গুগলের পিক্সেল সেভেন

সেভেন সিরিজে থাকছে দুটি মডেল পিক্সেল সেভেন ও পিক্সেল সেভেন প্রো।ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিদ্বন্দ্বী স্মার্টফোন samsung s২২ এবং iphone ১৪ তুলনায় ঠিক কী কী ফিচার…

সেভেন সিরিজে থাকছে দুটি মডেল পিক্সেল সেভেন ও পিক্সেল সেভেন প্রো।ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিদ্বন্দ্বী স্মার্টফোন samsung s২২ এবং iphone ১৪ তুলনায় ঠিক কী কী ফিচার থাকছে পিক্সেল সেভেন সিরিজে তা এখনও পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, ফিচারের বিষয়টি অনেকটা চমক হিসেবেই গোপন রেখেছে গুগল। তবে এতে পরবর্তী প্রজন্মের গুগলের টেনসর জি টু চিপ থাকছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

পিক্সেল সেভেন সিরিজের ফোনের দাম সম্পর্কে কিছু জানায়নি গুগল। তবে পূর্বের মডেল পিক্সেল সিক্সের দাম ছিল ৫৯৯ ডলার। আর সিক্স প্রোর দাম ছিল ৮৯৯ ডলার। প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও অ্যাপলের স্মার্টফোনগুলোর তুলনায় এই দাম অবশ্য কিছুটা কমই। ধারণা করা হচ্ছে, দামে সস্তা হওয়ার কারণে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে গুগল পিক্সেল।
পিক্সেল সেভেন ও সেভেন প্রোর মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেলই থাকছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সেভেন মডেলে 8GB RAM ও প্রো মডেলে 12GB RAM থাকতে পারে।আগস্টে বাজারে আসা অ্যান্ড্রয়েডের সবশেষ ভার্সন অ্যান্ড্রয়েড থারটিন অপারেটিং সিস্টেম থাকছে এই ফোনে। ফলে পিক্সেল সেভেন হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সবচেয়ে সেরা ফোন।