তোদের বাড়িতে যেভাবে টাকার পাহাড় জমেছে…শুভেন্দুকে বেনজির আক্রমণে মমতা

বিধানসভায় মমতা-শুভেন্দু বাকযুদ্ধ। বিরোধী দলনেতাকে তুই তোকারি করে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর। পুরো ঘটনার পিছনে ইডি সিবিআই অভিযান। নিরপেক্ষতা বজায় না রেখে সরকারি বিধায়কদের বাড়িতে যাচ্ছেন…

Shuvendu Adhikari made controversial remarks about Chief Minister Mamata Banerjee

বিধানসভায় মমতা-শুভেন্দু বাকযুদ্ধ। বিরোধী দলনেতাকে তুই তোকারি করে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর। পুরো ঘটনার পিছনে ইডি সিবিআই অভিযান। নিরপেক্ষতা বজায় না রেখে সরকারি বিধায়কদের বাড়িতে যাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সোমবার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনে রাজ্য সরকার। প্রস্তাব অসাংবিধানিক। একথা বিধানসভায় জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মু়খ্যমন্ত্রী সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, তোদের বাড়িত্রে যেভাবে টাকার পাহাড় জমেছে, যেভাবে বিরাট ব্যবসা রয়েছে। ক’টা লঞ্চ আছে আমরা জানি। সিবিআই, ইডি তদন্ত করুক। আমরা সঙ্গে থাকব। টাকা কোথা থেকে উদ্ধার হয় আমরা দেখব।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিরপেক্ষ ভাবে কাজ করলে আপত্তি নেই। বিরোধী দলের বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ইডি, সিবিআই আপনাদের বাড়িতে গেলেও টাকার পাহাড় বের হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ইডি বা সিবিআই-কে যদি রাজ্য থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে রাজ্য দেখিয়ে দেবে বিজেপি নেতাদের কার কাছে কত সম্পত্তি রয়েছে।

প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবিষয়ে কিছুই জানেন না। ২০২৪ এ সরকারকে বিব্রত করার জন্য এই চক্রান্ত করা হচ্ছে। রাত ১২ টায় ডেকে পাঠানো হচ্ছে। রান্নাঘরের ভিতর ঢুকে যাচ্ছে।  মুখ্যমন্ত্রী বলেন যে মামলায় ফিরহাদ হাকিমদের জেলে যেতে হয়। সেই মামলায় শুভেন্দুকে ছাড় কেন? বিধানসভায় এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।