BJP: গেরুয়া হলেন ক্যাপ্টেন

BJP-তে গেলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amrinder Singh)। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কিরেন রিজিজু, বিজেপি নেতা সুনীল জাখর এবং বিজেপি…

BJP-তে গেলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amrinder Singh)। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কিরেন রিজিজু, বিজেপি নেতা সুনীল জাখর এবং বিজেপি পাঞ্জাবের প্রধান অশ্বিনী শর্মার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। সেইসঙ্গে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ক্যাপ্টেনের দল পাঞ্জাব লোক কংগ্রেস (পিএলসি) কে বিজেপির সাথে একীভূত করেছেন।

এদিন অমরিন্দরের পাশাপাশি তাঁর ছেলে রণিন্দর সিং ও মেয়ে জয় ইন্দর কৌরও বিজেপিতে যোগ দেন। তবে তাঁর স্ত্রী প্রনীত কৌর এখনও কংগ্রেস সাংসদ। সেই সঙ্গে নতুন অধ্যায় যোগ হল পঞ্জাবের রাজনীতিতে।

   

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাসে অমরিন্দর সিং কংগ্রেস আলাদা হয়ে যাওয়ার পরে একটি নতুন দল গঠন করেছিলেন। সেই সময় কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেনি। ২ নভেম্বর পৃথক দল পাঞ্জাব লোক কংগ্রেস গঠনের কথা ঘোষণা করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটা নিশ্চিত ছিল যে কংগ্রেস থেকে আলাদা দল গঠনে অমরিন্দরের খুব একটা সুবিধা হবে না। তা সত্ত্বেও বিজেপি ছাড়া অন্য কোনও দলে যোগ দেওয়া তাঁর পক্ষে সহজ ছিল না।