HomeSports NewsYouth League Update: মশাল ঝড়, চার গোল খেয়ে চূর্ণবিচূর্ণ মোহনবাগান

Youth League Update: মশাল ঝড়, চার গোল খেয়ে চূর্ণবিচূর্ণ মোহনবাগান

- Advertisement -

এবার আসল বিরাট সাফল্য। কয়েকদিনের মধ্যেই টানা দুটি ডার্বি জয় করল লাল-হলুদ ( East Bengal)। এবারের এই ইয়ুথ ফুটবল লিগে (Youth League)গতকয়েক দিন আগেই ময়দানের আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল মশাল ব্রিগেড। সেই ম্যাচ জিতে নিজেদের অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল।

তারপর আজ সকাল এগারোটা থেকে সবুজ-মেরুনের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে খেলতে নেমেছিল গুনরাজরা। এবার সেখানেও ৪-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। দলের হয়ে গোল করেন যথাক্রমে গুরনাজ, দিপু, আলফ্রেড, দেবজ্যোতি। এছাড়াও আরেকবার গোল হলেও পরবর্তীতে তা বাতিল করার নির্দেশ দেন ম্যাচ রেফারি। নাহলে আজও ফিরে আসতে পারত পাঁচ গোলের ইতিহাস। যা দেখার অপেক্ষায় ছিল আপামর ইস্টবেঙ্গল জনতা।

   

উল্লেখ্য, গত ম্যাচ জয়ের দরুণ আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী থেকেছে ইস্টবেঙ্গল দলের ফুটবলাররা। তাই খেলা শুরু হওয়ার পর থেকেই একের পর এক আক্রমণে বাগান রক্ষনভাগ ফালা করে দিতে থাকে দলের ফুটবলাররা। ম্যাচের ঠিক চার মিনিটের মাথায় এভাবেই একটি পেনাল্টি আদায় করে ফেলে লাল-হলুদ। সেখান থেকে গুরনাজের গোল। যার দরুন ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

তারপর থেকে প্রতিপক্ষ দল অর্থাৎ মোহনবাগান কিছুটা নড়েচড়ে বসলেও তা শোধ করা সম্ভব হয়নি। তাই প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানেই এগিয়ে থাকে লাল-হলুদ শিবির। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই ফের সক্রিয় হয়ে ওঠে লাল-হলুদ ফুটবলাররা। যারফলে ৪৮ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। এবার সুযোগ বুঝে বল জালে জড়িয়ে দেন দীপু।

তারপর থেকেই একেবারে নাজেহাল দশা দেখা দেয় মোহনবাগানের। প্রতিপক্ষের রক্ষনভাগে আক্রমণে উঠে আসা তো দূরস্থ নিজেদের রক্ষনভাগ সামাল দিতে ও যথেষ্ট বেগ পেতে হয় তাদের। তারপর উনপঞ্চাশ ও একান্ন মিনিটের দুইটি গোলে কার্যত ছাড়খাড় হয়ে যায় মোহনবাগান। নিজেদের ঘরের মাঠেই পরাজিত হতে হয় এবার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular