হার্দিককে ক্যাপ্টেন করার পর নিলামে এই ৩ ক্রিকেটারের জন্য টাকা ঢালতে পারে Mumbai Indians

রোহিত শর্মার জায়গায় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের নিলাম হওয়ার কথা রয়েছে। এই নিলামে মুম্বাই ইন্ডিয়ান্সের…

Mumbai Indians

রোহিত শর্মার জায়গায় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের নিলাম হওয়ার কথা রয়েছে। এই নিলামে মুম্বাই ইন্ডিয়ান্সের কৌশল কী হতে পারে? যে দল পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে তারা কোন খেলোয়াড়কে তাদের সাথে যুক্ত করতে চাইবে? আজ এমন তিনজন খেলোয়াড়ের দিকে নজর দেব যাদের মুম্বই ইন্ডিয়ান্স নিলামে নিতে পারে।

জেরাল্ড কয়েতজে
নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টের পছন্দ হতে পারেন জেরাল্ড কোয়েটজি। বিশ্বকাপে জেরাল্ড কোয়েটজি নিয়েছেন ২০ উইকেট। বিশেষ করে জেরাল্ড কোয়েটজি তার গতি দিয়ে খুব মুগ্ধ হয়েছিলেন। ওয়াংখেড়ের পিচে জেরাল্ড কোয়েটজি তার গতির কারণে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য সমস্যা হয়ে উঠতে পারেন। ধারণা করা হচ্ছে নিলামে জেরাল্ড কোয়েটজির ওপর অর্থবর্ষণ করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।

বুরেন হেনরিকস
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে বুরেন হেনরিকসের পারফরম্যান্স ছিল অসাধারণ। এ ছাড়া ধারাবাহিকভাবে ভালো পাওয়ার প্লে ও ডেথ ওভার বোলিং করছেন তিনি। এমন পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের পছন্দ হতে পারেন বুরেন হেনরিকস। সম্প্রতি জোফরা আর্চারকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার এই দলে একজন ভালো ফাস্ট বোলার দরকার।

ওয়ানেন্দু হাসারাঙ্গা
গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন ওয়ানেন্দু হাসারাঙ্গা। তবে এবারের নিলামের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়ে দেয় ওয়ানেন্দু হাসারাঙ্গাকে। নিলামে উঠবেন ওয়ানেন্দু হাসারাঙ্গা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখতে পারেন হাসারাঙ্গা। ধারণা করা হচ্ছে, নিলামে ওয়ানেন্দু হাসারাঙ্গাকে যুক্ত করতে চাইবে মুম্বই ইন্ডিয়ান্স।