Football : ভারতে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত

ভারতীয় বংশদ্ভুত ফুটবলারকে দেশে নিয়ে আসার চেষ্টা করেছিল সর্বভারতীয় ফুটবল (Football) নিয়ামক সংস্থা (AIFF)। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ভারতীয় ক্লাবে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন…

ভারতীয় বংশদ্ভুত ফুটবলারকে দেশে নিয়ে আসার চেষ্টা করেছিল সর্বভারতীয় ফুটবল (Football) নিয়ামক সংস্থা (AIFF)। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ভারতীয় ক্লাবে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সেই তরুণ খেলোয়াড়।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ, বছর আঠারোর অনিকেত ভারতী  (Aniket Bharti) জন্ম রোমে। ভারতের পাসপোর্ট রয়েছে তাঁর কাছে। অল্প বয়সেই অনিকেতের ফুটবল দক্ষতা অনেকের নজর কেড়েছিল। ২০১৯ সালে তাঁকে ইন্ডিয়ান অ্যারোজে যোগ দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল এআইএফএফ।

   

 

ইউরোপিয়ান ফুটবলের প্রতি আকৃষ্ট অনিকেত ভারতী। ভারতের ক্লাবে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেননি তিনি। গত মাসে কলম্বিয়ার দ্বিতীয় ডিভিশনের ক্লাব ওর্সমার্সোতে যোগ দিয়েছিলেন তিনি। অনিকেত ভারতীর খেলা দেখে খুশি হয়েছিলেন দলের কোচ। এরপর ভারতীয় বংশদ্ভূত এই প্রতিভাকে প্রথম দলের জন্য ভাবা হয়।

<

p style=”text-align: justify;”>পোল্যান্ডের একটি ক্লাবের হাত ধরে পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন অনিকেত। পরে পোল্যান্ডের অন্য একটি ক্লাবে সই করেছিলেন। সেখানেও তাঁর স্কিল মুগ্ধ করেছিল সকলকে।