Yashasvi Jaiswal: ৪৮ বলে সেঞ্চুরি করে এশিয়া কাপে জয়সওয়ালের রেকর্ড

এশিয়ান গেমস ২০২৩-এর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নেপাল। এই ম্যাচে ভারতের হয়ে ওপেনিং করতে নামা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) মাঠে নামার সঙ্গে সঙ্গেই…

Yashasvi Jaiswal

এশিয়ান গেমস ২০২৩-এর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নেপাল। এই ম্যাচে ভারতের হয়ে ওপেনিং করতে নামা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) মাঠে নামার সঙ্গে সঙ্গেই নেপালি বোলারদের বিরুদ্ধে আগ্রাসী মেজাজ দেখাতে শুরু করেন। কার্যত ছেলেখেলা করেছেন প্রতিপক্ষের বোলারদের নিয়ে।

জয়সওয়াল ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন। প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এমন পরিস্থিতিতে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল। ২২ বলে হাফ সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি। এশিয়ান গেমসে ভারতের হয়ে ৫০ রানের মাইলফলক স্পর্শ করা প্রথম ব্যাটসম্যানও তিনি। তবে সেঞ্চুরি করার পরপরই আউট হয়ে যান তিনি।

 

 

দুই দলের প্রথম একাদশ:
ভারত একাদশ: ঋতুরাজ গায়কওয়াড়, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, জিতেশ শর্মা, রিঙ্কু সিং, সাই কিশোর, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, অর্শদীপ সিং।

নেপাল একাদশ: কুশল ভুর্তেল, আসিফ শেখ( উইকেটরক্ষক), সন্দীপ জোরা, গুলসান ঝা, রোহিত পোদেল (অধিনায়ক), কুশল মল্লা, দীপেন্দ্র সিং আইরি, সোমপাল কামি (উইকেটরক্ষক), করণ কেসি, অবিনাশ বোহরা, সন্দীপ লামিচানে।