কানওয়ার যাত্রায় যশশ্বী পিতা, ছেলেকে আশীর্বাদ করায় ধন্যবাদ জ্ঞাপন ভগবান শিবকে

খুব সাদামাটা পরিবারের ছেলে যশশ্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। উত্তর প্রদেশের ভাদোহি জেলার সুর্যাতয়া শহরের ছেলে তিনি। অতি কষ্টে দিন চালান জয়সওয়াল পরিবার।

Yashasvi Jaiswal

খুব সাদামাটা পরিবারের ছেলে যশশ্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। উত্তর প্রদেশের ভাদোহি জেলার সুর্যাতয়া শহরের ছেলে তিনি। অতি কষ্টে দিন চালান জয়সওয়াল পরিবার। অভিষেক টেস্টেই এত ভালো খেলায় উচ্ছসিত যশশ্বীর বাবা ভূপেন্দ্র জয়সওয়াল। ছেলে সেঞ্চুরি করেছে, তাই ধার্মিক বাবা ঠিক করলেন শিবের পায়ে পুজো দিয়ে আসবেন।

যেমন কথা তেমন কাজ। শ্রাবণ মাসে হিন্দুদের কানওয়ার যাত্রা হয়। ভূপেন্দ্র সিং ঠিক করলেন, হাঁটবেন তাতে। ধন্যবাদ দিয়ে আসবেন ভগবান শিবকে। গেলেনও তাই। উত্তর ভারতে প্রচলিত এই রীতিতে ঐতিহ্যবাহী গেরুয়া পোষাক পরে কানওয়ারিয়ারা গঙ্গার পবিত্র জল বহন করে শিবলিঙ্গের জলাভিষেকাম করার জন্য শত শত কিলোমিটার পায়ে হেঁটে যান, বিশেষ করে সোমবার। ভূপেন্দ্র ছেলের জন্য খুব গর্বিত। তিনিও এবার সামিল হলেন ওই তীর্থযাত্রীদের সাথে।

Advertisements

পবিত্র গঙ্গার জল আনতে ট্রেনে ওঠার আগে সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময়, ভূপেন্দ্র বলেন যে তিনি তাঁর ছেলেকে তাঁর আশীর্বাদ দেওয়ার জন্য ভগবান শিবের কাছে কৃতজ্ঞ। তবে পাশাপাশি এটাও শিবকে জানিয়েছিলেন যে ছেলের শতরান যেন দ্বিশতরানে পূর্ণতা পায়। ধন্যবাদটি পৌঁছালেও পরের প্রার্থনা বোধহয় পৌঁছায়নি ভগবানের কানে। ডমিনিকাতে তৃতীয় ১৭১ রানে শেষ হয়ে যায় যশশ্বী জয়সওয়ালের ওই অসাধারণ ইনিংসটি।