ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: প্রথম টেস্টে রেকর্ডের ঝুলি ভারত শিবিরে

বিরাট, অশ্বিন, যশশ্বী- রেকর্ড ভাঙা খড়ার খেলা তো এনাদের থেকে শেখা উচিৎ! যশশ্বী জয়সওয়াল। অভিষেক ম্যাচে এলেন। এর আগেই প্র্যাকটিস ম্যাচে পঞ্চাশ হাঁকিয়ে গেছেন। আসল…

India Vs West Indies

বিরাট, অশ্বিন, যশশ্বী- রেকর্ড ভাঙা খড়ার খেলা তো এনাদের থেকে শেখা উচিৎ! যশশ্বী জয়সওয়াল। অভিষেক ম্যাচে এলেন। এর আগেই প্র্যাকটিস ম্যাচে পঞ্চাশ হাঁকিয়ে গেছেন। আসল ম্যাচেও হেসে খেলে ১০০ করে দিলেন। হুড় মুড় করে একটার পর একটা রেকর্ড লিস্টে নাম। অভিষেক টেস্টে সেঞ্চুরি বলে কথা!

যাওয়ার সময় করে গেলেন ১৭১। খুলে দিয়ে গেলেন আরেকটি রেকর্ডের খাতা। ভারতীয় হিসেবে বাইরে গিয়ে অভিষেক টেস্ট ১৫০ করার নজির খুঁজলে যশশ্বীথ আগে পরে আর কারর নাম পাওয়া যাবে না।

হ্যা এই দেশে আছে। ২০১৩তে ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাই কোলকাতা তাঁর অভিষেক টেস্টেও করেছিলেন ১৭৭ রান, প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজ। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টে ১৮৭ রান করেছিলেন শিখর ধাওয়ান।

এবার আসা যাক রবিচন্দ্রন অশ্বিনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বেঞ্চে বসে নিজের দলের হেরে যাওয়ার ধারাভাষ্য শুনে কাটালেন। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জেতার অন্যতম কাণ্ডারী হলেন তিনি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বল হাতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে উংকৃষ্ট বোলিং ফিগার (৪৬-১৩-১২১-১২) এখন অশ্বিনের নামে। প্রথম ইনিংসে ২৪.৩ ওভারে ৬০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। পরের ইনিংসে একাই নেন ৭টি উইকেট, ২১.৩ ওভারে ৭১ রান দিয়ে।

যশশ্বীর ভারে কোথাও হয়তো ফিঁকে হয়ে গিয়েছিল বিরাট মহিমা। নিঃশব্দে প্রথম পাঁচে ঢুকে পড়লেন বিরাট কোহলি। দ্বিতীয় দিনেই অবশ্য সে কাজ সেরে ফেলেছিলেন তিনি। ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রান করার তালিকায় বীরেন্দ্র সহবাগকে পিছনে ফেলে এগিয়ে যান বিরাট কোহলি। কোহলির আগে আপাতত তালিকায় কিংবদন্তি শচীন টেন্ডুলকার (১৫৯২১), রাহুল দ্রাবিড় (১৩২৬৫), সুনীল গাভাস্কার (১০১২২) এবং ভিভিএস লক্ষ্মণ (৮৭৮১) এর পিছনে রয়েছেন কোহলি। তৃতীয় দিনে ৭৬ রান করার পর টেস্ট ক্রিকেটে ১১০ ম্যাচ খেলে ৮৫০৪ রান করেছেন বিরাট কোহলি