Yashasvi Jaiswal : সেঞ্চুরি করার পরেই চোট, চতুর্থ দিনে ব্যাট করতে পারবেন জয়সওয়াল? জেনে নিন আইসিসির নিয়ম

রাজকোট টেস্টের (IND vs ENG) তৃতীয় দিনে নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে প্যাভিলিয়নে ফিরেছেন ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। চোট পেয়ে অবসর নিয়ে…

রাজকোট টেস্টের (IND vs ENG) তৃতীয় দিনে নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে প্যাভিলিয়নে ফিরেছেন ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। চোট পেয়ে অবসর নিয়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। এরপরই এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যশস্বী (Yashasvi Jaiswal Injury) কি চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন? 

ইতিমধ্যেই টিম ইন্ডিয়া রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়াই খেলছে। এখন যশস্বী জয়সওয়ালের ফিটনেস দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। যশস্বী জয়সওয়াল যখন তাঁর তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করলেন, তাঁর উদযাপন ছিল বরাবরের মতোই উচ্ছ্বাসে ভরপুর। তবে সম্ভবত যশস্বী এতে নিজেকে আহত করেছিলেন। ১৩৩ বলে ১০৪ রান করার সময় পিঠে ব্যথা শুরু হয়। ফিজিও মাঠে এসে যশস্বীর পরীক্ষা করেন। এরপরই যশস্বীকে সঙ্গে নিয়ে যান তিনি। 

   

এমসিসির নিয়ম ২৫.৪.২-এর দিকে তাকালে যশস্বী যে কোনও উইকেট পতনের পর মাঠে নামতে পারেন। এই আইনে বলা হয়েছে, কোনো ব্যাটসম্যান যদি কোনো ইনজুরি বা অন্য কোনো অপ্রত্যাশিত কারণে অবসর নেন, তাহলে তাঁকে আবার মাঠে নামানো যাবে। কিন্তু ব্যাটসম্যান যদি শেষ পর্যন্ত না আসেন, তাহলে রিটায়ার্ড ইনজুরির পাশাপাশি তাঁকে নট আউট ভাবা হবে। একই সময়ে, রিটায়ার্ড আউট এমন একটি বিষয় যেখানে ব্যাটসম্যান কোনও সমস্যা ছাড়াই নিজে থেকে প্যাভিলিয়নে ফিরে যেতে পারেন। সেক্ষেত্রে ব্যাটসম্যানকে আউট হিসেবে বিবেচনা করা হয় এবং তাঁকে আর আসতে দেওয়া হয় না।

ম্যাচের তৃতীয় দিনে তৃতীয় ইনিংসের ৪৪তম ওভারের পর সমস্যায় পড়েন জয়সওয়াল। সেঞ্চুরি পূর্ণ করার পর মাত্র ১১ বল খেলেন তিনি, এরপর চোট পেয়ে অবসর নিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এখন তিনি যদি চতুর্থ দিন ব্যাট করতে না আসেন, তাহলে বড় ক্ষতির মুখে পড়তে পারে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে ক্রিজে ছিলেন কুলদীপ যাদব ও শুভমান গিল। এরপর সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেলরা রয়েছেন। 

চতুর্থ দিনে টিম ইন্ডিয়া কতটা লিড নিতে পারে সেটাই দেখার। প্রথম ইনিংসে ভারত করেছিল ৪৪৫ রান, এরপর ইংল্যান্ড দল ৩১৯ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসের ভিত্তিতে ১২৬ রানের লিড ছিল ভারতের।