ICC: আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ হলেন এই ভারতীয় ব্যাটার

ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলার পুরষ্কার পেলেন ভারতীয় তরুণ ওপেনার। তাঁকে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ  (ICC Men’s Player of the Month) নির্বাচন করলেন। যশস্বী জয়সওয়ালের…

Yashasvi Jaiswal

ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলার পুরষ্কার পেলেন ভারতীয় তরুণ ওপেনার। তাঁকে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ  (ICC Men’s Player of the Month) নির্বাচন করলেন। যশস্বী জয়সওয়ালের অভূতপূর্ব ফর্মের জন্য এই নির্বাচন বলে জানা গিয়েছে। বিগত ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে তাঁর ব্যাট কথা বলেছে। এই সিরিজে দুটি ডাবল সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়াও করছেন তিনটি হাফ সেঞ্চুরি।

ভারতের প্রথম এবং একমাত্র ব্যাটার হিসেবে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে একমাত্র ব্যাটার হিসেবে ৭০০ কিংবা তার বেশি রানের নজির গড়েছেন যশস্বী জয়সওয়াল।

আইসিসির তরফে ফেব্রুয়ারি মাসের সেরা প্লেয়ারের পুরস্কার জিতলেন যশস্বী জয়সওয়াল। ভারতের এই বাঁ হাতি ওপেনার বলছেন, ” এই পুরস্কারে খুবই ভালো লাগছে। এই প্রথম পাঁচ ম্যাচের সিরিজ খেললাম। এই পুরস্কার এখনও অবধি আমার কাছে সেরা। দীর্ঘ সিরিজ উপভোগ করেছি। আমরা যে ভাবে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছি, কেরিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা।’

তবে আপাতত টেস্ট ক্রিকেট আপাতত শেষ। সামনেই আইপিএল শুরু হচ্ছে এবং আইপিএল শেষ হলেই শুরু হলে বিশ ওভারের বিশ্বকাপ। এইবার দেখার এই তরুণ প্রতিভা কীভাবে নিজেকে মেলে ধরেন।