Asia Cup: উদীয়মান বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

Yash Dhull

১৪ থেকে ২৩এ জুলাই শ্রীলঙ্কাতে হতে চলা ৫০ ওভারের উদীয়মান বিশ্বকাপের অধিনায়কত্ব করবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা দিল্লির ব্যাটার যশ ধুল। সহ অধিনায়ক হিসেবে থাকবেন পাঞ্জাব তথা সানরাইজার্স হায়দ্রাবাদের অলরাউন্ডার অভিষেক শর্মা। এই টুর্নামেন্টে খেলফে পাঁচটি এশিয়ান পূর্ণ সদস্য বোর্ড – আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পাশাপাশি থাকবে নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের দলগুলি।

এই টুর্নামেন্টে খেলার জন্য সেরকম কোনো বয়সসীমা নেই। তবে একটি খুবই তরুণ দল বাছাই করেছে ভারত। সেখানে ২৩ বছরের বয়েসের কম রয়েছেন ১৫ জন খেলোয়াড়। পাঁচজন স্ট্যান্ডবাই প্লেয়ারের মধ্যে চারজন অনূর্ধ্ব-২৩এর। একমাত্র সৌরাষ্ট্রের উইকেটরক্ষক- ব্যাটার স্নেল প্যাটেলের বয়স ২৯ যা দলের নিরীক্ষে ব্যতিক্রমই বটে। ঘটনাক্রমে, তামিলনাড়ুর প্রাক্তন অধিনায়ক এস শরথের সভাপতিত্বে ভারতের জুনিয়র নির্বাচক কমিটির দ্বারা দলটে বাছাই করা হয়েছে।

   

সৌরাষ্ট্রের প্রাক্তন ব্যাটার সীতাংশু কোটক দলের প্রধান কোচ। তাকে সহায়তা করবেন বোলিং কোচ সাইরাজ বাহুটুলে এবং ফিল্ডিং কোচ মুনিশ বালি। ভারত ‘এ’ তাঁদের সফর শুরু করবে ১৩ই জুলাই- কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে সংযুক্ত আরব আমিরসাহির মুখোমুখি হবে।

ভারত এ স্কোয়াড: যশ ধুল (অধিনায়ক), অভিষেক শর্মা (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, নিকিন জোসে, প্রদোষ রঞ্জন পাল, রিয়ান পরাগ, নিশান্ত সিন্ধু, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), মানব সুথার, যুবরাজসিংহ। দোদিয়া, হর্ষিত রানা, আকাশ সিং, নীতীশ কুমার রেড্ডি, রাজবর্ধন হাঙ্গারগেকার। স্ট্যান্ডবাই খেলোয়াড়: হর্ষ দুবে, নেহাল ওয়াধেরা, স্নেল প্যাটেল, মোহিত রেডকার

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন