Emiliano Martinez: এমেলিয়ানোর মঞ্চে বিতর্কে ইস্টবেঙ্গল কর্তা

ঝলমলে কলকাতা। আষাঢ়ের বিকেলে উৎসবের সাজে তিলোত্তমা। কারণ শহরে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা এমিলোয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। মিলন মেলায় চাঁদের হাট।

East Bengal officials in controversy

ঝলমলে কলকাতা। আষাঢ়ের বিকেলে উৎসবের সাজে তিলোত্তমা। কারণ শহরে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা এমিলোয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। মিলন মেলায় চাঁদের হাট।

অনুষ্ঠানকে কেন্দ্র করে সব কিছু ঠিকই ছিল। ভিড় জমিয়েছিলেন ফুটবল ভক্তরা। এরই মধ্যে বিতর্কে জড়িয়ে পড়লেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। এমিলোয়ানো মার্টিনেজের জন্য তৈরি করা মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে কিছু মন্তব্য করেছেন তিনি। লাল হলুদ কর্তা দেবব্রত সরকারের মন্তব্য রাখার সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ক্লাব সমর্থকদের মধ্যে ভাইরাল। ভিডিওটি ঘুরছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে। ভিডিওটি ইস্টবেঙ্গল সমর্থকরা যেমন শেয়ার করছেন, তেমনই শেয়ার করছেন মোহনবাগান সমর্থকরাও।

   

নীতু সরকারের বক্তব্য শুনে অনেকের মধ্যে জল্পনা তৈরি হয়েছে। সমর্থকদের অনেকে শুরু করেছেন হাসি ঠাট্টা। যাইহোক, এদিনের অনুষ্ঠানে কোনো সমস্যা হয়নি। এমিলিয়ানো মার্টিনেজের জন্য যে আয়োজন করা হয়েছিল তা নির্বিঘ্নে মিটেছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান উভয় ক্লাবের রঙে ঢেকে গিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার। উপস্থিত জনতার সামনে ” জয় মোহনবাগান “, ” জয় ইস্টবেঙ্গল ” স্লোগানও দিয়েছেন তিনি। এমির মুখে প্রিয় ক্লাবের স্লোগান শুনে আনন্দে ফেটে পড়েছিলেন উপস্থিত জনতা সহ ফুটবল প্রেমীরা।

<

p style=”text-align: justify;”>বাংলাদেশে ছোট্ট সফর সম্পন্ন করে কলকাতায় এসেছেন এমিলিয়ানো মার্টিনেজ। অল্প সময়ের মধ্যে আঁটোসাঁটো সূচি। বিশ্ব বিজেতার জন্য তাই করা হয়েছিল এলাহী আয়োজন। এই একটি দিনে কলকাতায় মিশে বিভিন্ন দলের জার্সির রঙ – ফুটবল মক্কা কলকাতা।