বাংলাদেশ জিততেই বদলে গেল হিসেব! চাপে পড়ল একাধিক দল, কত নম্বরে ভারত?

WTC Points Table

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ (PAK vs BAN)। রাওয়ালপিন্ডি মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। এই সিরিজ জয়ের পর ‘টাইগার’ ব্রিগেড WTC 2023-25 এর পয়েন্ট টেবিলেও (WTC Points Table) উন্নতি করেছে।

পাকিস্তানের পর ভারতকে হারাবে বাংলাদেশ! ট্রফি জিতে ‘টাইগার’ ক্যাপ্টেনের হুঙ্কার

   

তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। দলের জয়ের শতকরা হার ৪৫.৮৩। চলতি টেস্ট চ্যাম্পয়নশিপের ছয় টেস্টের তিনটিতে হেরেছে বাংলাদেশ। পাকিস্তান পয়েন্ট তালিকায় (১৯.০৫ শতাংশ পয়েন্ট) অপরিবর্তিত রয়েছে। তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দু’টি টেস্ট হেরেছে। ইংল্যান্ড (৪৫.০০ জয়ের শতাংশ) পঞ্চম ও শ্রীলঙ্কা (৩৩.৩৩ জয়ের শতাংশ) ষষ্ঠ স্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকা (৩৮.৮৯ শতাংশ পয়েন্ট) নেমে গিয়েছে ষষ্ঠ স্থানে।

পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান অবশ্য বদল হয়নি, তালিকার শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। ভারত রয়েছে ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে। ভারত নয়টি টেস্টের মধ্যে ছয়টি জিতেছে এবং দু’টিতে হেরেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া (৬২.৫০ শতাংশ) ও নিউজিল্যান্ড (৫০.০০ শতাংশ)। নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (১৮.৫২ শতাংশ পয়েন্ট)।

অলিম্পিকে অংশ নেওয়া প্রেমিকার গায়ে আগুন ধরিয়ে দিলেন প্রেমিক

পাকিস্তান বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে ১৮৫ রানের টার্গেট দিয়েছিল। রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৫৬ ওভারে ৪ উইকেট হারিয়ে এক সময় চাপে পড়েছিল। প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ২৭৪ রান। জবাবে ২৬২ রান করে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেটের পতন ঘটলেও লিটন দাস (১৩৮) ও মেহেদি হাসান মিরাজ (৭৮) পাকিস্তানের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ান। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭২ রান যোগ করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৫টি ও নাহিদ রানা ৪টি করে উইকেট নিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন