এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ভারত অধিনায়ক রুপিন্দর সিং

২৩  মে জাকার্তায় বসতে চলেছে পুরুষদের এশিয়া কাপের ( Asia Cup) আসর। তবে টুর্নামেন্ট শুরু’র আগেই চিন্তায় পড়লো গতবারের চ‍্যাম্পিয়ান ভারতীয় হকি দল,কব্জিতে চোটের জেরে…

Rupinder Pal Singh

২৩  মে জাকার্তায় বসতে চলেছে পুরুষদের এশিয়া কাপের ( Asia Cup) আসর। তবে টুর্নামেন্ট শুরু’র আগেই চিন্তায় পড়লো গতবারের চ‍্যাম্পিয়ান ভারতীয় হকি দল,কব্জিতে চোটের জেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ভারত অধিনায়ক রুপিন্দর পাল সিং (Rupinder Pal Singh)।

Advertisements

অবসর ভেঙে ফিরে এসেছিলেন রুপিন্দর।ট্রফি ডিফেন্ডের উদ্দেশ্যে দারুণ অনুশীলন চালাচ্ছিলেন তিনি।হকি ফেডারেশনের তরফে জানানো হয়েছে অনুশীলনের সময় চোট পান ভারতের এই তারকা ডিফেন্ডার।রুপিন্দরের পরিবর্তে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে বীরেন্দ্র লাকরা’কে,তিনি ছিলেন সহ অধিনায়ক।লাকরা অধিনায়ক পদে আসায় দলের সফ অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন এসভি সুনীল।

Advertisements

রুপিন্দরের এমন ভাবে ছিটকে যাওয়ায় হতাশ জাতীয় দলের কোচ কারিয়াপ্পা।জানিয়েছেন চোটের জেরে এশিয়া কাপে রুপিন্দরের অংশগ্রহণ না করাটা খুবই হতাশজনক একটা বিষয়।তবে তিনি ভরসা রাখছেন বীরেন্দ্র এবং সুনীলের উপরেও।দলের প্রতিভার অভাব নেই, তাই বিকল্প নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি।প্রসঙ্গত,রুপিন্দরের পরিবর্তে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নিলম সঞ্জীপ।