World Cup 2023: চলতি বিশ্বকাপে ঘটল প্রথম অঘটন

বিশ্বকাপ ২০২৩ এ (World Cup 2023) ঘটল প্রথম অঘটন। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পরাজিত করেছে আফগানিস্তান। তাও আবার ৬৯ রানের ব্যবধানে। পরাজয় দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান…

Afghanistan England

বিশ্বকাপ ২০২৩ এ (World Cup 2023) ঘটল প্রথম অঘটন। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পরাজিত করেছে আফগানিস্তান। তাও আবার ৬৯ রানের ব্যবধানে। পরাজয় দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল চ্যাম্পিয়নরা। এবার তারা হার মানল আফগানিস্তানের কাছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রবিবার যোগ্য দল হিসেবে জিতেছে আফগানিস্তান। এদিনের পর দুই দলের নামের পাশে লেখা থাকল চার পয়েন্ট করে। নেট রান রেটের বিচারে বিশ্বকাপ ২০২৩ গ্রুপ পর্বের ক্রম তালিকায় পাঁচ নম্বরে ইংল্যান্ড, ছয় নম্বরে আফগানিস্তান।

এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করেছে আফগানিস্তান। প্রথম উইকেটে ওঠে একশোর বেশি রান। একুশ বছর বয়সী গুরবাজ (৮০ রান, রান আউট) এবং জাদরান (২৮ রান) দুজনেই বেশ কিছু দৃষ্টি নন্দন শট খেলেছেন। দলগত ১১৪ রানে আদিল রশিদের বলে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। এরপর বাকি ব্যাটসম্যানরা প্রত্যেকে নিজের মতো করে চেষ্টা করে দলের খাতায় রান যোগ করেছেন। ছয় নম্বরে নেমে হাফ সেঞ্চুরি করেছেন ইকরাম আলি খিল (৫৮ রান)।

বল হাতে ইংল্যান্ডের হয়ে এদিনের ম্যাচের সেরা ফিগার রয়েছে আদিল রশিদের কাছে। দশ ওভার বল করে একটি মেডেন ওভার সহ নিয়েছেন তিন উইকেট। পাঁচটি ক্যাচ নিয়েছেন জো রুট। ৪৯.৫ ওভারে ২৮৪ রান তোলে আফগানিস্তান।

রান তাড়া করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে ইংল্যান্ডে। দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের বোলাররা পিচ থেকে বাড়তি সুবিধা পেতে শুরু করেছিলেন। কমে গিয়েছিল বাউন্স। শুরুর দিকে দাউদ মালান (৩২ রান) এবং হ্যারি ব্রুক (৬৬ রান) ছাড়া ব্যাট হাতে ইংল্যান্ডের হয়ে খুব বেশি কিছু করতে পারেননি।

আফগানিস্তানের দুই স্পিনার মহম্মদ নবি এবং রশিদ খান নিয়েছেন যথাক্রমে দুই ও তিন উইকেট। ম্যাচ সেরা মুজীব উর রহমান দিয়েছেন তিন উইকেট। ৪০.৩ ওভারে থামে ইংল্যান্ডের ইনিংস। স্কোরবোর্ডে ২১৫ রান।