World Cup cricket: ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে একাধিক চোট সমস্যায় অস্ট্রেলিয়া

শুরু হয়ে গিয়েছে ২০২৩ সালের বিশ্বকাপ (World Cup cricket) । আগামী ৮ অক্টোবর থেকে নিজেদের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার…

World Cup Australia

শুরু হয়ে গিয়েছে ২০২৩ সালের বিশ্বকাপ (World Cup cricket) । আগামী ৮ অক্টোবর থেকে নিজেদের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। তার আগে ভারতীয় শিবিরের জন্য সুখবর।

অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ইনজুরিতে থাকায় ভারতের বিপক্ষে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি ফাস্ট বোলিং দিয়েও প্রতিপক্ষ দলকে বিপর্যস্ত করার ক্ষমতা রাখেন স্টয়নিস। গত মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় স্টয়নিস হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন, শেষ চার ম্যাচে খেলতে পারেননি। সম্প্রতি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া।

   

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন মার্কাস স্টয়নিস। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, গত মাসে মোহালিতে ভারতের বিপক্ষে চোট পেয়েছিলেন স্টয়নিস। এর আগে দলের ওপেনার ব্যাটসম্যান ট্রাভিস হেডও ইনজুরিতে পড়ে বিশ্বকাপের প্রাথমিক ম্যাচগুলো থেকে ছিটকে গিয়েছেন। ভারতের বিপক্ষে সিরিজে হেডের জায়গায় ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিং করেন মিচেল মার্শ। মার্শ ভালো পারফর্ম করেছেন।

অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ‘প্রথম ম্যাচ থেকে এখনও বাদ পড়েননি তিনি। প্রস্তুতি ম্যাচে আমরা ঝুঁকি নিইনি এবং মার্কাস স্টয়নিসকে বিশ্রাম দেওয়া হয়েছিল। পরবর্তী কয়েকটি অনুশীলন সেশনের পরই স্টেইনিস খেলবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ ভারতের বিপক্ষে ম্যাচের জন্য স্টোইনিস ফিট না হলে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। এ ছাড়া মার্নাস লাবুশেনও প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। শেষ মুহূর্তে অ্যাস্টন অ্যাগার ইনজুরিতে পড়ার পর দলে জায়গা পান লাবুশেন।