প্রস্তুতি ম্যাচের দিকে বাড়তি নজর লাল-হলুদের, কাদের সঙ্গে খেলবে দল?

শেষ ম্যাচে ভালো খেলেও বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়েছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। যা নিয়ে হতাশ সকলেই। ম্যাচের শুরুতে নাওরেম মহেশের করা গোলে দল এগিয়ে…

East Bengal Under Carles Cuadrat

শেষ ম্যাচে ভালো খেলেও বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়েছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। যা নিয়ে হতাশ সকলেই। ম্যাচের শুরুতে নাওরেম মহেশের করা গোলে দল এগিয়ে গেলেও পরবর্তীতে রেফারির দৃষ্টি আকর্ষণ করে পেনাল্টি আদায় করেন বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী। সেখান থেকেই সমতায় ফিরে পরবর্তীতে জাভি হার্নান্দেজের গোল। সেই ব্যবধান ধরে রেখেই পরবর্তীতে জয় নিশ্চিত করে বেঙ্গালুরু। এরফলে ঘরের মাঠে নিজেদের প্রথম জয় তুলে নেয় গতবারের ফাইনালিস্টরা। তবে এসবের মাঝেই রেফারির সিদ্ধান্ত নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

মাঝে একবার বেঙ্গালুরুর গোল বক্সে তাদের এক খেলোয়াড়ের হাতে বল লাগলেও সেদিকে গুরুত্ব না দিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন ম্যাচ রেফারি। যা দেখে হতাশ হন দলের ফুটবলাররা। এছাড়াও একাধিকবার রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় লাল-হলুদ ফুটবলারদের। যা নিয়ে পরবর্তীতে রীতিমতো শোরগোল পড়ে যায় বিশেষজ্ঞ মহলে। ম্যাচ রেফারির এমন আচরণে নিন্দার ঝড় বয়ে যায় নেটমাধ্যমে। এমনকি গতকাল, কুয়াদ্রাতের মুখ থেকে ও শোনা গিয়েছে নিম্ন মানের রেফারিংয়ের কথা।

   

আরও পড়ুন: East Bengal FC: ফাঁস হল লাল-হলুদের তৃতীয় কিট, মন কাড়ছে সমর্থকদের

এসবের মাঝেই এবার প্রস্তুতি ম্যাচের দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে কলকাতার এই প্রধান। তাছাড়া আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে মার্ডাকা কাপ। যারফলে, জাতীয় দলের হয়ে খেলতে যেতে হবে বিভিন্ন দলের ফুটবলারদের। এছাড়াও ম্যাচের সেই কটা দিন বন্ধ থাকবে আইএসএল। তাই সমস্ত দিক বিবেচনা করেই দলের বাকি ফুটবলারদের নিয়ে বেশকিছু প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। যার মধ্যে রয়েছে আইলিগের শক্তিশালী ফুটবল দল গোকুলাম কেরালা এফসি। যতদূর খবর, আইলিগের এই শক্তিশালী দলের সঙ্গেই নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে মশাল ব্রিগেড।