East Bengal FC: ওডিশা এফসির এই উইঙ্গারের দিকে নজর লাল-হলুদের, কে এই ফুটবলার?

এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পর থেকেই দল গঠনের কাজে নেমেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)৷ এই মর্মে গত ২৩ মার্চ দলের লগ্নিকারী সংস্থা ইমামির সঙ্গে বৈঠকে বসেন ক্লাব কর্তারা।

Rahim Ali - Young Indian Footballer from Kolkata

এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পর থেকেই দল গঠনের কাজে নেমেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)৷ এই মর্মে গত ২৩ মার্চ দলের লগ্নিকারী সংস্থা ইমামির সঙ্গে বৈঠকে বসেন ক্লাব কর্তারা। এরপরে সেই মার্চেই অনুষ্ঠিত হয় ওয়ার্কিং কমিটির আরো দুটি বৈঠক। সেখানে ঠিক হয়, আগামী মরশুমের জন্য দলে আনা হবে নতুন কোচ।

সেক্ষেত্রে বিগত কয়েকদিন ধরে একাধিক হাইপ্রোফাইল কোচের নাম উঠে আসতে থাকে নেট মাধ্যমে। যার মধ্যে হাবাস ও কার্লোসের পাশাপাশি ছিল লোবেরা ও গাম্বাউয়ের নাম। তবে বাকিদের পিছনে ফেলে দিয়ে বর্তমানে অনেকটাই এগিয়ে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। লাল-হলুদে আসার জন্য আগ্ৰহ ও নাকি প্রকাশ করেছিলেন তিনি। এবার নজর দল গঠনের দিকে।

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, আইএসএলের অন্যতম দল চেন্নাইন এফসির চার ফুটবলারের সঙ্গে নাকি যোগাযোগ শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল। যাদের মধ্যে রয়েছেন দেশের তরুণ ফরোয়ার্ড রহিম আলি থেকে শুরু করে আভাস থাপার মতো খেলোয়াড়রা। সেইসাথে প্রাক্তন লাল-হলুদ ফুটবলার হীরা মন্ডল ও হরমোনজোৎ সিং খাবরা কে ও নাকি দলে ফেরানোর কথা ভাবছে ইস্টবেঙ্গল ক্লাব। যদিও এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসেনি উভয়ের তরফ থেকে। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু।

এসবের মাঝেই উঠে এলো দলবদলের নতুন আপডেট। বিশেষ সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, এবারের ওডিশা এফসি দলের অন্যতম ভরসাযোগ্য উইঙ্গার নন্দকুমার শেখরের সঙ্গে কথাবার্তা শুরু করেছে ইমামি ম্যানেজমেন্ট। কথা বার্তা নাকি বর্তমানে অনেকটাই এগিয়ে। আদৌ তিনি ওডিশা ছেড়ে আসেন কিনা সেটাই দেখার।