ইতিমধ্যে বাতিল হয়েছে মরশুমের প্রথম কলকাতা ডার্বি (Kolkata Derby Tickets) ম্যাচ। এই খবর প্রকাশ্যে আসতেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা কার্যত হতাশায় ভেঙে পড়েছেন। রবিবার অর্থাৎ ১৮ অগস্ট কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচ আয়োজনের কথা ছিল। আর এমন একটি হাইভোল্টেজ ম্য়াচ দেখার জন্য ইতিমধ্যেই অনলাইন এবং অফলাইনে যাবতীয় টিকিটও শেষ হয়ে গিয়েছিল। এবার যখন ডার্বি বাতিল হয়েই গেল, তখন সেই টিকিটের টাকা কবে ফেরত পাওয়া যাবে, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন সমর্থকদের মধ্যে উঁকি মারতে শুরু করেছে।
শেষমুহূর্তে সিদ্ধান্ত বদল, বাতিল কলকাতা ডার্বি
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার প্রতিবাদে গোটা রাজ্যজুড়ে আপাতত তীব্র নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। এমনকী, এই ঘটনার প্রতিবাদে অনেকেই রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছেন।
এদিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ আবার ঠিক করেছিলেন যে রবিবারের ডার্বিতে তাঁরা টিফো নিয়ে মাঠে আসবেন। না, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার কোনও টিফো নয়, আরজি কর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের টিফো। ইতিপূর্বে শোনা গিয়েছিল যে বিধাননগর পুলিশ কমিশনারেট এমন কোনও টিফো নিয়ে মাঠে প্রবেশ করার অনুমতি নাকি দেবে না। আর শেষপর্যন্ত তো ম্য়াচই বাতিল করে দেওয়া হল।
মোহনবাগান না ইস্টবেঙ্গল, ডার্বি বাতিলে আখেরে অ্যাডভান্টেজ কোন দলের?
শনিবার লালবাজারে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ডার্বি ম্য়াচের জন্য পর্যাপ্ত সুরক্ষাবাহিনী তারা মোতায়েন করতে পারবে না। এরপরই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং দুটো দলের ঝুলিতে এক পয়েন্ট করে দেওয়া হয়েছে।
🚨 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 🚨#IndianOilDurandCup #PoweredByCoalIndia #DurandCup2024 #133rdEditionofDurandCup #ManyChampionsOneLegacy #IndianFootball pic.twitter.com/I9RyhW2maG
— Durand Cup (@thedurandcup) August 17, 2024
কিন্তু, এই ম্যাচ বাতিলের জন্য টিকিটের টাকা কবে ফেরত দেওয়া হবে, কিংবা আদৌ ফেরত দেওয়া হবে কি না, সেই ব্যাপারে প্রাথমিকভাবে কোনও মন্তব্য় করা হয়নি। যদিও পরে জানানো হয়েছে যে আগামী ২ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।