মোহনবাগান না ইস্টবেঙ্গল, ডার্বি বাতিলে আখেরে অ্যাডভান্টেজ কোন দলের?

কলকাতা: বাতিল হয়ে গেল রবিবারের ডুরান্ড ডার্বি (Durand Derby)। শনিবার বিকেলে জানা গিয়েছে, ১৮ অগস্টের বড় ম্যাচ হচ্ছে না। এখনও পর্যন্ত যা খবর তাতে ম্যাচ…

Durand মোহনবাগান না ইস্টবেঙ্গল, ডার্বি বাতিলে আখেরে অ্যাডভান্টেজ কোন দলের?

কলকাতা: বাতিল হয়ে গেল রবিবারের ডুরান্ড ডার্বি (Durand Derby)। শনিবার বিকেলে জানা গিয়েছে, ১৮ অগস্টের বড় ম্যাচ হচ্ছে না। এখনও পর্যন্ত যা খবর তাতে ম্যাচ বাতিল হচ্ছে। খেলা অন্য কোনও তারিখে হতে পারে, এমন সম্ভাবনার কথা জানা যায়নি। ম্যাচ বাতিল হয়ে যাওয়ার ফলে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। দুই দলের খাতায় এক পয়েন্ট করে যোগ করা হবে বলে মনে করা হচ্ছে। এর ফল সুবিধা পেয়ে যেতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।

   

শেষমুহূর্তে সিদ্ধান্ত বদল, বাতিল কলকাতা ডার্বি

ডার্বি বাতিল হওয়ার ফলে মোহনবাগান সুপার জায়ান্টের কেন সুবিধা হতে পারে?

ম্যাচ বাতিল হওয়ার ফলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল ১৮ অগস্টের আগে দু’টি করে ম্যাচে জয় লাভ করেছিল। যার ফলে দুই দলের পয়েন্ট সমান-সমান। কিন্তু গোল পার্থক্যের বিচারে পয়েন্ট তালিকায় এগিয়ে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। গ্ৰুপ থেকে যে কোনও একটি দল পরের পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে। মোহনবাগান যেহেতু গোল পার্থক্যের বিচারে এগিয়ে, তাই পয়েন্ট ভাগাভাগি হলে তারাই সুবিধা পেয়ে যাবে। পরের রাউন্ডে যেতে হলে ইস্টবেঙ্গলকে রবিবারের ডার্বি জিততে হতো। ইস্টবেঙ্গল যদি ১৮ অগস্ট মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করতে পারতো তবেই পরের পর্বে যাওয়ার ছাড়পত্র পেত লাল হলুদ ব্রিগেড। ম্যাচ ড্র হলেও সুবিধা পেত মোহনবাগান। কারণ তারা গোল পার্থক্যের বিচারে এগিয়ে।

ডার্বিতে এগিয়ে কে? ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ‘হুঙ্কার’ দেবাশিসের

ডার্বির আগে কলকাতার দুই দলই ফর্মে ছিল। ভারতীয় বায়ুসেনার ফুটবল দলের বিরুদ্ধে ৬-০ গোলে জয়লাভ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগের ম্যাচে ডাউনটাউন হিরোজ এফসির বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল বাগান। দুই ম্যাচে কোনও গোল হজম করেনি সবুজ মেরুন ব্রিগেড।

ইস্টবেঙ্গলও ভারতীয় বায়ুসেনা ও ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে জয়লাভ করেছিল। দু’টি ম্যাচেই ৩-১ গোলে জিতে মাঠ ছেড়েছিল লাল-হলুদ ব্রিগেড। মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই দলই একপেশে ম্যাচ খেলে জয়ের সরণিতে ছিল।