Jamie Maclaren: কবে ভারতে আসতে চলেছেন জেমি? জানুন

    মোহনবাগান সুপার জায়ান্টে সই করেছেন জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)। সোমবার বেলার দিকে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা ঘোষণা করেছে বাগান ব্রিগেড। গত কয়েক…

Footballer Jamie Maclaren Arriving in India

short-samachar

   

মোহনবাগান সুপার জায়ান্টে সই করেছেন জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)। সোমবার বেলার দিকে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা ঘোষণা করেছে বাগান ব্রিগেড। গত কয়েক বছর ‘এ লিগ’-এর পাশাপাশি জাতীয় দলের জার্সিতে ও দুরন্ত পারফরম্যান্স থেকেছে এই অজি তারকার। এবার অন্য লড়াই। আসন্ন মরসুমে সবুজ-মেরুন জার্সিতে ইন্ডিয়ান সুপার লিগ খেলবেন ম্যাকলারেন। যারফলে, একসাথে তিন বিশ্বকাপারকে দেখে যেতে চলেছে জোসে মোলিনার দলে।

ইন্ডিয়ান সুপার লিগে যা আগে কখনো দেখা যায়নি। সেই মুহুর্তের অপেক্ষায় আপামর বাগান জনতা। কিন্তু কবে আসছেন এই অজি গোলমেশিন? বিশেষ সূত্র মারফত খবর, আগামী ২৮ জুলাইয়ের মধ্যেই দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে কলকাতায় এসে পড়বেন পাঁচবারের এই গোল্ডেন বুট জয়ী। সব ঠিকঠাক থাকলে আগামী ২৯ জুলাই অর্থাৎ ‘মোহনবাগান দিবস’ থেকেই দলের অনুশীলনে দেখা যেতে পারে ম্যাকলারেনকে। তবে শুধুমাত্র মোহনবাগান দিবস নয়। অস্ট্রেলিয়ার এই ফুটবলারের কাছে ও সেটি একটি বিশেষ দিন। সেদিন জেমির জন্মদিন।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ যেদিন আমি মোহনবাগান‌ মাঠে নামব সেটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। ২৯ জুলাই ক্লাবের ক্ষেত্রে যেমন ঐতিহাসিক দিন ঠিক তেমনভাবেই আমার জীবনে ও একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ আমার জন্মদিন ২৯ জুলাই। জন্মদিন এবং ক্লাবের ইতিহাস তৈরির দিনে নতুন পথ চলা শুরু করার অপেক্ষায় দিন গুনছি। আমি প্রতিদিন পরিশ্রম করে নিজেকে তৈরি করব, সেরাটা দেওয়ার জন্য। তারপর ট্রফি জিতে সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করব। সেই সময়ের অপেক্ষায় আছি।’

পাশাপাশি মোহনবাগানকে সাফল্যের সরণীতে এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ এই তারকা। সেই নিয়ে আরো বলেন, ‘আমি যে ক্লাবে যোগদান করেছি, সেই মোহনবাগান সুপার জায়ান্ট দল হিসেবে ইতিমধ্যেই নিজেদের ভারত সেরা হিসেবে প্রমান করেছে। আমার কাজ সেই সাফল্যকে ধরে রাখার জন্য নিজের সেরাটা দিয়ে দলকে সাহায্য করা এবং ভারতের সেরা ক্লাব হিসেবে মোহনবাগানের সাফল্যকে ধারাবাহিকতার সাথে এগিয়ে নিয়ে যাওয়া।’