Sunday, December 7, 2025
HomeSports Newsনেক্সটজেন কাপ খেলতে কবে রওনা হবে ইস্টবেঙ্গল? জানুন

নেক্সটজেন কাপ খেলতে কবে রওনা হবে ইস্টবেঙ্গল? জানুন

- Advertisement -

আগস্ট মাসের প্রথমেই যুক্তরাজ্যে শুরু হতে চলেছে নেক্সট জেনারেশন কাপ (NextGen Cup)। আগামী ৪ঠা আগস্ট পর্যন্ত চলবে এই ফুটবল টুর্নামেন্টে। সেখানেই এবার অংশ নেবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal)। এছাড়াও ভারত থেকে অংশ নেবে পাঞ্জাব এফসি এবং মথূট ফুটবল অ্যাকাডেমি। গত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে দুরন্ত পারফরম্যান্স করার সুবাদে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছে তিন ক্লাব।

   

আগামী ২৬ জুলাই এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য রওনা দেওয়ার কথা‌ লাল-হলুদের। সব ঠিকঠাক থাকলে আগামী ২৭ জুলাই সকালে ইংল্যান্ডে গিয়ে পৌঁছাবে কোচ বিনো জর্জ সহ গোটা দল। তারপর সেখান থেকেই নিজেদের প্রথম ম্যাচের জন্য বার্মিংহামে যেতে পারে ইস্টবেঙ্গলের ছোটরা। চলতি কলকাতা লিগের পাশাপাশি বিদেশের মাটিতে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টের দিকে ও নজর থাকবে সকলের।

গত কয়েকদিন আগেই জানা গিয়েছে এই টুর্নামেন্টের সময় সূচী। ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইট অনুযায়ী প্রত্যেক দলের এগারো জন ফুটবলারদের মাঠে নিয়ে নির্ধারিত ৫০ মিনিট পর্যন্ত চলবে প্রত্যেকটি ফুটবল ম্যাচ। এক্ষেত্রে ২৫ মিনিট করে ভাগ করা‌ হবে দুইটি অর্ধ।

তারপর রেফারির তরফে দেওয়া অতিরিক্ত সময়ের শেষে নিস্পত্তি ঘটবে ম্যাচ গুলির। নয়া সিজনে এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করাই এখন একমাত্র লক্ষ্য মশাল ব্রিগেডের।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular