কবে থেকে নতুন মরশুমের প্রস্তুতি শুরু করছে মহামেডান? জানুন

গত বছর আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেই সুবাদে নতুন মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে‌ অংশ নিতে চলেছে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান।…

Mohammedan SC Start Preparing for the New Season

গত বছর আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেই সুবাদে নতুন মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে‌ অংশ নিতে চলেছে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। সেক্ষেত্রে নিজেদের দলের পুরোনো কোচ আন্দ্রে চেরনিশভের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। বলতে গেলে তার নির্দেশ মেনেই এবার দেশী ও বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করেছে রেড রোডের এই ফুটবল ক্লাব।

   

এবার দলে এসেছেন গৌরব বোরা থেকে শুরু করে নিখিল ঢেকে, রচারজেলা ও মহিতোষের মতো ফুটবলাররা। পাশাপাশি বিদেশি ফুটবলারদের মধ্যে এবার আফ্রিকান ফরোয়ার্ড লবি মানজোকিকে দলে টেনেছে মহামেডান।

যা নিঃসন্দেহে বড়সড় চমক। তাছাড়াও বেশ কিছু ফুটবলারদের নাম ঘোষণা করতে পারে ব্ল্যাক প্যান্থার্সরা। এখন সেদিকেই নজর রয়েছে সমর্থকদের। কিন্তু কবে থেকে প্রাক-মরশুম প্রস্তুতি শুরু করতে পারে মহামেডান? সেই নিয়েই এবার উঠে আসল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, জুলাই মাসের ১৫ তারিখ থেকেই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেইদিকে নজর দিয়েই এবার এগোচ্ছে ম্যানেজমেন্ট। উল্লেখ্য, গত বুধবার থেকেই প্রাক-মরশুম প্রস্তুতি শুরু করে দিয়েছে পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল।

এবার নিজেদের সমস্ত ফুটবলারদের সঙ্গে নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই প্রস্তুতি শুরু করবে গতবারের আইলিগ জয়ীরা। নয়া মরশুমে দেশের এই প্রথম ডিভিশনের টুর্নামেন্টে সাফল্য পাওয়ায় এখন একমাত্র লক্ষ্য তাদের।