Home Sports News Shane Warne’s death: শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে যা বলল থাইল্যান্ড পুলিশ

Shane Warne’s death: শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে যা বলল থাইল্যান্ড পুলিশ

Shane Warne's death

মৃত্যুর সময় থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। (Shane Warne’s) অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট দুনিয়ায় শিহরণ তুলেছেন তিনি। তাঁর মৃত্যু হয় থাইল্যান্ডে।

Advertisements

শেন ওয়ার্নের মৃত্যুর তদন্ত নিয়ে মুখ খুলল থাইল্যান্ড পুলিশ। থাই পুলিশের প্রাথমিক তদন্ত শেষে শেন ওয়ার্নের মৃত্যু সন্দেহজনক নয় বলে জানানো হয়েছে। থাইল্যান্ড পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্ত শেষে শেন ওয়ার্নের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তাঁর মৃত্যুকে সন্দেহজনক মৃত্যু হিসাবে বিবেচনা করছে না। 

   

রয়টার্স কে পুলিশ কর্মকর্তা চেচেভিন নাকমুসিকবলেছেন, ‘শেন ওয়ার্নকে সিপিআর (কৃত্রিম শ্বাস এবং বুকে সংকোচন) দিয়েছিল তার ৪ বন্ধু। একটি অ্যাম্বুলেন্স ডাকে তারা। এই সময় একটি জরুরি দল ঘটনাস্থলে পৌঁছায়।  তারাও আবার ১০-২০ মিনিটের জন্য সিপিআর দেয়। এরপর ওয়ার্নকে নিয়ে যাওয়ার জন্য থাই ইন্টারন্যাশনাল হাসপাতালে।  পথে অ্যাম্বুলেন্সে ফের পাঁচ মিনিটের জন্য সিপিআর দেওয়া হয়। কিন্তু ততক্ষণে শেন ওয়ার্ন মারা যান।

অস্ট্রেলিয়ার মন্ত্রী মারিস পেইন বলেছেন, আমরা থাই কর্তৃপক্ষের সঙ্গে ওয়ার্নের মৃত্যুর বিষয় নিয়ে তদন্তের কাজ করছি। তার দেহ আনতে সহায়তা করা হবে।রাষ্ট্রীয় মর্যাদায় শেন ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণাঞ্চলের স্ট্যান্ডের নাম শেন ওয়ার্নের নামে রাখার ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Advertisements