Watch ISL: নতুন মরশুম থেকে কোথায় দেখা যাবে আইএসএল? জানুন বিস্তারিত

বর্তমানে যা খবর সেই অনুযায়ী দেখলে আসন্ন সেপ্টেম্বর মাসের একেবারে শেষের দিক থেকে শুরু হতে চলেছে হিরো ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নতুন মরশুম।

Watch the New Season of ISL: Broadcasting and Streaming Details Revealed"

বর্তমানে যা খবর সেই অনুযায়ী দেখলে আসন্ন সেপ্টেম্বর মাসের একেবারে শেষের দিক থেকে শুরু হতে চলেছে হিরো ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নতুন মরশুম। সেই নিয়েই এখন চরম ব্যস্ততা আইএসএলের প্রত্যেকটি দলের গুলির মধ্যে। নিজেদের সাধ্যমতো সকলেই চাইছেন সেরার সেরা ফুটবলারদের ঘরে তুলে টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্স উন্নত করতে। এই মর্মে অনেক আগে থেকেই দল বদলের বাজারে সক্রিয় হয়ে উঠেছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া।

গত মরশুমে পেনার দায়িত্বে এফসি গোয়া আইএসএল খেললে ও নতুন মরশুমের কথা ভেবে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে হায়দরাবাদ এফসির আইএসএল জয়ী কোচ মানালো মার্কুইসের কাঁধে। তার পছন্দ মতোই সেজে উঠছে গোয়া দল। যারফলে, এডু বেদিয়া কে বিদায় জানিয়ে দলে আনা হয়েছে তারকা ফুটবলার পাওলো রেট্রে কে। এছাড়াও এসেছেন সন্দেশ ঝিঙ্গানের মতো তারকা ডিফেন্ডার। তবে পিছিয়ে নেই কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দল।

   

গত কয়েকদিন ধরেই দল বদলের বাজারে হইচই ফেলে দিচ্ছে এই দুইটি ক্লাব। নন্দকুমার শেখর থেকে শুরু করে নিশু কুমার, মন্দাররাও দেশাই, ইভান ভান্সপল থেকে শুরু করে এবার গোলরক্ষকদের মধ্যে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে কেরালা ব্লাস্টার্স থেকে নেওয়া হচ্ছে প্রভসুখান গিলকে। এছাড়াও বিদেশিদের মধ্যে এসেছেন সাউল ক্রেসপো থেকে শুরু করে বোরহা হেরেরা ও জাভিয়ের সিভেরিও কে সই করিয়েছে লাল-হলুদ। অন্যদিকে ভারতীয় ফুটবল দলের একাধিক তারকা ফুটবলার কে দলে টেনেছে মোহনবাগান সুপারজায়ান্টস। যাদের মধ্যে রয়েছেন অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে আনোয়ার আলির মতো তারকা ফুটবলাররা। সব ঠিক ঠাক থাকলে সাহাল আবদুল সামাদ ও যোগ দিতে পারেন এই শিবিরে। সব মিলিয়ে বলতে গেলে দলবদলের বাজারে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করছে দুটি দল। তবে এবার ফুটবলের ময়দানে এই দুই দলের লড়াই দেখার জন্য মুখিয়ে সবাই।

কিন্তু এবার কোথায় দেখা যাবে আইএসএলের সমস্ত ম্যাচ ? কিংবা কোথায় সম্প্রচারিত হতে চলেছে প্রত্যেকটি খেলা। সেই নিয়েই উঠে আসল এবার নয়া তথ্য। গত মরশুম পর্যন্ত ডিজনি হটস্টারের মাধ্যেমে ম্যাচ গুলি লাইভ টেলিকাস্ট করা হলেও এবারের এই নয়া ফুটবল মরশুমে বদলাতে চলেছে প্ল্যাটফর্ম। বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, আগত ২০২৩-২৪ মরশুমে সমস্ত ম্যাচের সরাসরি সম্প্রচার করা হবে জিও টিভি ও জিও সিনেমাতে। যারফলে, প্লে স্টোর থেকে এই অ্যাপলিকেশন ডাউনলোড করে নিজের নম্বর দিয়ে রেজিস্টার করলেই দেখা যাবে ম্যাচ। পাশাপাশি আইএসএলের সমস্ত ম্যাচ টিভিতে দেখতে হলে নজর রাখতে হবে স্পোর্টস ১৮ চ্যানেলে।