ক্রিকেটার ব্যান হতেই খুশি IPL দল

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। যার ফলে খুশি হবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) দল…

IPL 2024 Wanindu Hasaranga

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। যার ফলে খুশি হবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) দল সানরাইজার্স হায়দরাবাদ (SRH)।

সীমিত ওভারের ক্রিকেটের দিকে মনোনিবেশ করার জন্য ২০২৩ সালের আগস্টে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন হাসারাঙ্গা। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণের কারণে হাসারাঙ্গাকে শাস্তি দিয়েছে আইসিসি। হাসারাঙ্গা আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গ করেছেন, যা আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের সাথে সম্পর্কিত।

   

ম্যাচের ৩৭তম ওভারে ঘটনাটি ঘটে। হাসারাঙ্গা আম্পায়ারের কাছ থেকে তার ক্যাপ ছিনিয়ে নিয়েছিলেন। সেই সঙ্গে আচরণ ছিল অপ্রত্যাশিত। এই অপরাধে হাসারাঙ্গাকে তার ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তিনটি ডিমেরিট পয়েন্ট জরিমানা করা হয়েছে। যার কারণে গত ২৪ মাসে ৮টি ডিমেরিট পয়েন্ট হল শ্রীলঙ্কার এই ক্রিকেটারের। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও ৩ ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন হাসারাঙ্গা। যার কারণে বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেননি তিনি। ৮ ডিমেরিট পয়েন্ট মানে ৪টি সাসপেনশন পয়েন্ট, যার মধ্যে দু’টি টেস্ট, চারটি ওয়ানডে বা টি-টোয়েন্টি। এই কারণে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে পারবেন না হাসারাঙ্গা।

ওয়ানিন্দু হাসারাঙ্গা গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও সম্প্রতি এই ফরম্যাটে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফেরার পরপরই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে অন্তর্ভুক্ত হন হাসারাঙ্গা। তবে এবার টেস্ট সিরিজ থেকে নিষিদ্ধ করা হয়েছে এই তারকা অলরাউন্ডারকে। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২২ তারিখ থেকেই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। শ্রীলঙ্কার হয়ে খেলতে না পারলে হাসারাঙ্গা তাঁর আইপিএল ক্লাবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। হাসারাঙ্গা সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার।

আইপিএল ২০২৪-এর সানরাইজার্স হায়দরাবাদের সম্পূর্ণ স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অভিষেক শর্মা, এইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, সানভির সিং, হেনরিখ ক্লাসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগরওয়াল, আব্দুল সামাদ, টি নটরাজন, আনমোলপ্রীত সিং, মায়াঙ্ক মারকান্দে, উপেন্দ্র সিং যাদব, উমরান মালিক, নীতিশ কুমার রেড্ডি, ফজলহক ফারুকি, শাহবাজ আহমেদ, ট্রাভিস হেড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জয়দেব উনাদকাট, আকাশ সিং, জাথাভেধা সুব্রহ্মণ্যম।