Mohun Bagan: জয় ছাড়া কিছুই ভাবছে না মোহনবাগান, কী বললেন মনবীর?

বৃহস্পতিবার সন্ধ্যায় কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ব্রিগেডের মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এই মর্মেই বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরু গিয়ে পৌঁছেছে গোটা দল। এই ম্যাচে জয় পেলে…

Manvir Singh

বৃহস্পতিবার সন্ধ্যায় কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ব্রিগেডের মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এই মর্মেই বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরু গিয়ে পৌঁছেছে গোটা দল। এই ম্যাচে জয় পেলে আইএসএলের লিগশিল্ড জয়ের দৌড়ে টিকে থাকবে দল। সেজন্য, নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া সকলে।

উল্লেখ্য, গত ম্যাচে জহরলাল নেহেরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসিকে পরাজিত করেছিল মেরিনার্সরা। যারফলে, এই ম্যাচ খেলার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী দলের সকলে। কিন্তু নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভালো মতোই জানেন সকলে। তবুও পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়া পরিকল্পনা থাকবে মনবীরদের।

অপরদিকে, গত ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে পরাজিত হওয়ায় চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে গিয়েছে বেঙ্গালুরু। যা নিয়ে হতাশ সমর্থকরা। তবুও এই ম্যাচে জয় দিয়েই সৃজন শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে অতীতের রেকর্ড অনুযায়ী তাদের হোম গ্রাউন্ড অর্থাৎ কান্তিরাভা স্টেডিয়ামে যথেষ্ট সফল থেকেছে সবুজ-মেরুন। আইলিগ জয় থেকে শুরু করে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে অতি সহজেই জয় পেয়েছে মোহনবাগান। এবারও সেই ট্রেন্ড ধরে রাখাই একমাত্র লক্ষ্য তাদের। কিন্তু শুধুমাত্র এই বেঙ্গালুরু ম্যাচ নয় পরবর্তীতে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষেও লড়াই করতে হবে অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেদের।

সেজন্য আগত দুই ম্যাচেই ফুল ফোটাতে মরিয়া কামিন্স, কাউকো থেকে শুরু করে সকলে। এই প্রসঙ্গেই একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের মতামত জানান দলের অন্যতম ভরসাযোগ্য তারকা তথা ভারতীয় উইঙ্গার মনবীর সিং। তিনি বলেন, আমরা শুধুমাত্র এই তিন পয়েন্ট নয়, পুরোপুরি ৬ পয়েন্ট নিয়েই ভাবছি। এখানে আমাদের এখন বেঙ্গালুরু এফসিতে পরাজিত করতে হবে। তারপর বাকি কাজটা যুবভারতীতে গিয়ে করতে হবে। অর্থাৎ জয় ছাড়া যে আর কিছুই ভাবছে না মোহনবাগান তা এক কথায় স্পষ্ট। তবে শেষ পর্যন্ত কাদের মুখে হাসি ফোঁটে এখন সেটাই দেখার।