ইস্টবেঙ্গল ছাড়তে বাধ্য হয়েছেন বিনো জর্জের ‘অপছন্দের’ ফুটবলার

আচমকা ইস্টবেঙ্গলের (East Bengal) বিদায় জানিয়েছেন বিবেক সিং (Vivek Singh)। কলকাতা ফুটবল লীগ শুরু হওয়ার পর করলেন দল বদল, এক প্রকার নিঃশব্দে।

Vivek Singh

আচমকা ইস্টবেঙ্গলের (East Bengal) বিদায় জানিয়েছেন বিবেক সিং (Vivek Singh)। কলকাতা ফুটবল লীগ শুরু হওয়ার পর করলেন দল বদল, এক প্রকার নিঃশব্দে। বড় দলে খেলার স্বপ্ন নিয়ে দূর্গাপুর থেকে কলকাতায় এসেছিলেন। ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামলেন, গোলও করলেন। হঠাৎ কেন দল ছাড়লেন বিবেক?

বুধবার জানা গিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবকে বিদায় জানিয়েছেন বিবেক সিং। আক্রমণভাগের এই ফুটবলারকে গোল করার ব্যাপারে দক্ষ। মহামেডান স্পোর্টিং ক্লাবের মতো কলকাতা ময়দানের অন্যতম প্রধান ক্লাবের বিরুদ্ধে করেছেন গোল। আই লীগ দ্বিতীয় ডিভিশন ফুটবলেও স্কোরশিটে নিজের নাম তুলেছিলেন। এবারের কলকাতা ফুটবল লীগে ইস্টবেঙ্গল জয়ের মুখ দেখলেও অভিজ্ঞদের অনেকেই বলেছেন লাল হলুদ ব্রিগেডে গোল করার লোকের অভাব স্পষ্ট। বিবেক গোল করতে পারেন। এই পরিস্থিতিতে তার মতো একজন গোল স্কোরারের বিদায় স্বভাবতই প্রশ্নের উদ্রেক করে।

এ ব্যাপারে কথা হয়েছে বিবেকের সঙ্গে। তিনি জানিয়েছে, কোচ বিনো জর্জের পছন্দের ফুটবলার ছিলেন না তিনি। তার পরিকল্পনার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছিলেন দূর্গাপুরের এই ফুটবলার। সেহেতু জায়গা হয়েছিল মাঠের বাইরে। দীর্ঘ দিন সুযোগ না পেয়ে দল বদল করার সিদ্ধান্ত নিয়েছেন বিবেক সিং।

বিবেকের সঙ্গে দুই বছরের চুক্তি করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সুযোগ না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে দল বদল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিবেক জানিয়েছেন, “মহামেডান স্পোর্টিং ক্লাবের অফার এসেছিল। ক্লাবকে সেটা জানিয়েছিলাম। কিন্তু সময় মতো রিলিজ পাইনি। তাই মহামেডানে আর যাওয়া হল না। মাঠের বাইরে এভাবে তো বসে থাকা যায় না। কিছু একটা করতে হতো। তাই খিদিরপুর স্পোর্টিং ক্লাবে যোগ দিলাম। দুই মাসের চুক্তি। তারপর আই লীগের জন্য চেষ্টা করবো।”