I-League: পিছিয়ে পড়েও দুরন্ত জয়, হ্যাটট্রিক করে শীর্ষে মহামেডান

প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়েও শ্রীনিদি ডেকান এফসির বিরুদ্ধে আই লিগে (I-League) দুরন্ত জয় ছিনিয়ে নিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার নৈহাটি স্টেডিয়ামে ডেকানকে ৩-১…

Mohammedan defeated Deccan 3-1 at Naihati Stadium

প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়েও শ্রীনিদি ডেকান এফসির বিরুদ্ধে আই লিগে (I-League) দুরন্ত জয় ছিনিয়ে নিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার নৈহাটি স্টেডিয়ামে ডেকানকে ৩-১ গোলে উড়িয়ে দিল সাদা -কালো ব্রিগেড।  

এদিনও ম্যাচের নায়ক সাদা-কালো শিবিরের গোলমেশিন মার্কাস জোসেফ। গত ম্যাচের মতো ডেকানের বিরুদ্ধে জোড়া গোল করলেন তিনি। স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরাও হয়েছেন জোসেফ। অপর গোলটি পেনাল্টি থেকে করেছেন আন্দজেলো রুডোভিচ।

শুরুতে অবশ্য পিছিয়ে পড়ে শতাব্দী প্রাচীন ক্লাব। ম্যাচের ১৬ মিনিটে ডেভিড কাস্তানেদার গোলে লিড পায় ডেকান। তবে পিছিয়ে পড়েই ডেকান বক্সে আক্রমণের ঝড় তোলেন মহামেডান ফুটবলাররা। ফলস্বরূপ ৩৯ মিনিটে সমতায় ফেরে তারা। নিকোলাসের ক্রস থেকে হেডে দুরন্ত গোল করে সাদা-কালো শিবিরকে সমতায় ফেরান মার্কাস।

দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে দেন দুর্দান্ত ফর্মে থাকা এই বিদেশি। ৫০ মিনিটের মাথায় ২৫ গজ দূর থেকে বিশ্বমানের গোল করেন মার্কাস জোসেফ। এগিয়ে গিয়েও দাপট বজায় রাখে মহামেডান। যার ফলে ৮৬ মিনিটে বক্সের মধ্যে বল হাতে লাগিয়ে বসেন ডেকানের এক ফুটবলার। পেনাল্টি পায় আন্দ্রে চেরনিশভের দল। ৮৯ মিনিটে স্পট কিক থেকে গোল করতে কোনও ভুল করেননি রুডোভিচ।

ডেকানকে হারিয়ে চলতি আই লিগে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল মহামেডান স্পোর্টিং। প্রথম তিনটি ম্যাচেই জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ময়দানের তৃতীয় প্রধান ক্লাব।