চলতি মরশুমে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) হয়ে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দেওয়া কয়েকজন ফুটবলারের নাম বলতে গেলে প্রথমে উঠে আসবে দলের গোলকিপার বিশাল কাইথের (Vishal Kaith) নাম। দলের পারফরম্যান্সের ওঠা পড়া লেগে থাকলেও প্রায় প্রতি ম্যাচে নিজের সেরা পারফরম্যান্স দিয়ে আসছেন বিশাল কাইথ৷ বেশ কিছু ম্যাচে দলকে নিশ্চিত হারের মুখ থেকে বাচিয়েছেন কাইথ। যেকোনো দলের দূর্গের শেষপ্রহরী হলেন গোলকিপার, সেই ভূমিকায় নিজেকে সবুজ মেরুন জার্সি গায়ে দারুণ ভাবে মেলে ধরেছেন বিশাল কাইথ।
দলের জন্যে এতটা অবদান বিশালের, কিন্তু বিশাল কে কি দিয়েছে দল? বর্তমানে বিশাল কাইথের যা ফর্ম, তাতে তার জাতীয় দলে ঢাক পাওয়াটা এখন খালি সময়ের অপেক্ষা। টানা ভালো পারফরম্যান্স দেওয়ার মধ্যে দিয়ে বিষয়টি আদায় করে নিয়েছে বিশাল ।কিন্তু আইএসএলের সেরা গোলকিপার হিসেবে ‘গোল্ডেন গ্লাভস’ কি পাবে বিশাল কাইথ?
তাকে এটি পেতে কেমন সাহায্য’ই বা করছে তার ক্লাব ? গোলপোস্টের তলায় নিজের কাজটা দারুণ ভাবে সামাল দিলেও ডিফেন্সের ভুলে গোল হজম করতেই হচ্ছে এটিকে মোহনবাগানকে। ম্যাচে এমন কিছু গোল হজম করছে এটিকে মোহনবাগান ডিফেন্সের ভুলে, সেখানে বিশাল কাইথ কেনো বিশ্বের তাবড় তাবড় গোলকিপারের কিছু করার থাকেনা। এবং এই গোল হজম করার ফলে বিশাল কাইথের পক্ষে ক্লিন শিট রাখা সম্ভব হচ্ছে না।
এর ফলে গোল্ডেন গ্লাভস হাতছাড়া করতে চলেছেন বিশাল।মুম্বাই সিটি এফসির গোলকিপার লাচেন পার থেকে অনেক বেশি ভালো পারফরম্যান্স দিচ্ছেন বিশাল কাইথ। তবে মুম্বাই সিটি এফসির ডিফেন্স এতোটাই জমাট যে লাচেনপা ক্লিন শিট পাচ্ছেন,এর ফলে তিনি গোল্ডেন গ্লাভস পাওয়ার অন্যতম দাবীদার হয়ে উঠেছেন। সবুজ মেরুন শিবিরের ডিফেন্স শক্তিশালী হলে এই সোনার গ্লাভস হয়তো বিশাল কাইথের হাতে উঠতো।