East Bengal: জামশেদপুরের তারকা ফুটবলারকে পরবর্তী মরশুমে দলে নিতে মরিয়া লাল-হলুদ

এই মরশুমে সম্ভব না হলেও পরবর্তী মরশুমের জন্যে দলে বেশ কিছু পরিবর্তনের চিন্তা করেছেন ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ স্টিফেন কনস্টানটাইন।

Boris Singh

এই মরশুমে সম্ভব না হলেও পরবর্তী মরশুমের জন্যে দলে বেশ কিছু পরিবর্তনের চিন্তা করেছেন ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ স্টিফেন কনস্টানটাইন। পরের মরশুমের আইএসএলের জন্যে বেশ কিছু ক্রিকেটারকে দলে নেওয়ার ব‍্যাপারে চিন্তা ভাবনা করেছে লাল-হলুদ কোচ।

তালিকায় একটি নাম বারবার ঘোরাঘুরি করছে,তিনি হলেন বরিস সিং (Boris Singh)৷ অন্যান্য বছরের তুলনায় ইস্টবেঙ্গল এবছর যে সমস্ত ভারতীয় ফুটবলারদের নিয়েছে, তারা যে খুব খারাপ পারফরম্যান্স দিয়েছে এমনটা নয়। বেশ কিছু ফুটবলার চোটাঘাতের জন্যে নিজেদের মেলে ধরতে না পারলেও, বাদবাকিরা বেশ ভালোই পারফরম্যান্স দিচ্ছে।

পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে পরের মরশুমে লাল হলুদের কোচের হটসিটে ফের স্টিফেন কনস্টানটাইনকে দেখার সম্ভাবনা প্রবল। তাই ইতিমধ্যে বেশ কিছু ভারতীয় ফুটবলারকে দলে নেওয়ার ব‍্যাপারে পরিকল্পনা সেরে নিয়েছেন তিনি।

এই তালিকায় আছেন ২৩ বছর বয়সী ভারতের রাইটব‍্যাক বরিস সিং। বর্তমানে জামশেদপুর এফসিতে (Jamshedpur FC) খেলা ফুটবলার এর আগে এটিকে এবং এটিকে মোহনবাগানে খেলেছিলো। তবে সবুজ মেরুন শিবিরে নিজেকে মেলে ধরার তেমন ভাবে সুযোগ পাননি এই ক্রিকেটার। তিনি যাবতীয় যা সুযোগ পেয়েছেন সবটাই জামশেদপুরে। এই মরশুমে ১৬ টা ম‍্যাচ খেলে ফেলেছেন, দুটো গোল করাও হয়ে গেছে তার। প্রতি ম‍্যাচে যতোটুকু সময় খেলার সুযোগ পান ততটাই কাজে লাগানোর চেষ্টা করেন এই ফুটবলার।

তবে আরও একটু বেশি সময় গেমটাইম পেলে আরও ভালো খেলতে পারতো এই ফুটবলার। তাই জামশেদপুর এফসি ছাড়বেন বলে মনোস্থির করেছেন এই ফুটবলার। ইতিমধ্যে বেশ কিছু বড়ো আইএসএলের ক্লাবের তরফে প্রস্তাব পেয়েছেন তিনি। সেই তালিকায় আছে ইস্টবেঙ্গল। তবে সূত্রের খবর অনুযায়ী ইস্টবেঙ্গল নয় ওড়িশা এফসিতে যাওয়ার সম্ভাবনা বেশি, তার কারণ চুক্তির অর্থের পরিমাণ।