এটিকে মোহনবাগানের পথের কাঁটা হয়ে উঠতে পারেন এই বঙ্গ তারকা

গত বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম‍্যাচে দলের দুই প্রাক্তনী জাভি হার্নান্দেজ এবং রয় কৃষ্ণার কাছে হারতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। এবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ম‍্যাচেও আরেক ক্লাব প্রাক্তনীর মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন শিবির

Jamshedpur FC

গত বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম‍্যাচে দলের দুই প্রাক্তনী জাভি হার্নান্দেজ এবং রয় কৃষ্ণার কাছে হারতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। এবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ম‍্যাচেও আরেক ক্লাব প্রাক্তনীর মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন শিবির। বর্তমানে অসামান্য ছন্দে আছেন জামশেদপুর এফসির বাঙালি তারকা ঋত্বিক দাস। মোহনবাগানের সিনিয়র দলে না খেললেও এই ক্লাবে কোচিং ক‍্যাম্প থেকে ফুটবলার হয়ে ওঠা শুরু হয়েছিলো ঋত্বিকের।

জামশেদপুরের হয়ে শেষ পাঁচটা ম‍্যাচে চারটে গোল করেছিলেন ঋত্বিক।এরমধ্যে একটি গোল আছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।শেষ মরশুমে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে গোল আছে তার।এছাড়া জামশেদপুরের বিদেশি চিমাচুকু সমস্যায় ফেলতে পারে সবুজ মেরুন শিবিরকে।ইস্টবেঙ্গলের হয়ে নিজেকে মেলে ধরতে না পারলেও গতবার জামশেদপুরকে শিল্ড জিততে বিরাট ভূমিকা পালন করেছিলেন তিনি।চলতি মরশুমে এখনও অবধি চারটি গোল করেছেন।

   

বর্তমানে ১৬ ম‍্যাচ খেলে এটিকে মোহনবাগানের পয়েন্ট সংখ্যা ২৬।লিগে আছে পাঁচ নম্বর স্থানে।তাই নক আউট খেলতে হলে এই ম‍্যাচে জিততেই হবে সবুজ মেরুন শিবিরকে।কারণ ছয় এবং সাত নম্বরে থাকা বেঙ্গালুরু এবং ওড়িশাও প্রথম ছয়ে থাকার ব‍্যাপারে প্রবল বেগ দিচ্ছে সবুজ মেরুন ব্রিগেড কে।