Cleiton Silva: ভিসা সমস্যায় অনিশ্চিত ক্লেটনের ভারত আগমন

শেষ আইএসএল মরশুমে দল ব্যর্থতার অন্ধকারে থেকে গেলেও নিজে যথেষ্ট ঝলমলে থেকেছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা (Cleiton Silva)।

Cleiton Silva

শেষ আইএসএল মরশুমে দল ব্যর্থতার অন্ধকারে থেকে গেলেও নিজে যথেষ্ট ঝলমলে থেকেছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা (Cleiton Silva)। গোটা আইএসএল মরশুমে ১২টি গোল এসেছে তার পা থেকে। সেইসঙ্গে রয়েছে একাধিক অ্যাসিস্ট। বলতে গেলে লাল-হলুদ (East Bengal) সমর্থকদের একমাত্র আশার আলো থেকেছেন এই তারকা ফুটবলার।

যারফলে, অতি সহজেই গোল্ডেন বুটের দৌড়ে উঠে এসেছিলেন এই তারকা। দলের খারাপ পারফরম্যান্স থাকলেও ক্লেটনকে নিয়ে আশায় বুক বাধতে শুরু করে দলের সমর্থকরা। সেইজন্য, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তার সাথে আরও একটা মরশুমের চুক্তি নবীকরণ করে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। যারফলে, ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের বিদায়ের পর নয়া স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে ও লাল-হলুদ জার্সিতে খেলবেন এই তারকা ফুটবলার।

কিন্তু কবে ভারতে আসছেন এই ব্রাজিলিয়ান? শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনো পর্যন্ত নাকি ভিসা হাতে এসে পৌঁছোয়নি এই ব্রাজিলিয়ান ফুটবলারের। সেজন্য নিয়মিত নাকি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এই তারকা ফুটবলার। মাঝে মাঝেই নাকি বিভিন্ন কাগজ পত্রের জন্য ডেকে পাঠানো হচ্ছে ক্লেটনকে। তবে আদৌ কবে পেতে পারেন ভিসা, তা এখনো জানা যায়নি। অন্যদিকে, দলের প্রধান স্ট্রাইকার দেশে এসে এখনো পর্যন্ত দলের সাথে অনুশীলন না করার ফলে যথেষ্ট চিন্তায় কার্লোস কুয়াদ্রাত।

তবে শুধুমাত্র ক্লেটন সিলভাই নন। এখনো পর্যন্ত ভিসা হাতে পাননি লাল-হলুদের সাথে চূড়ান্ত হওয়া আরও দুই বিদেশি ডিফেন্ডার। যারফলে, দুশ্চিন্তা যেন কিছুতেই কাটতে চাইছে না ইমামি ম্যানেজমেন্টের। একটা সময় দলের কোচ সহ অন্যান্য ফুটবলারদের আরও আগে আসার কথা থাকলেও, ভিসাজনিত সমস্যার কারনে পিছিয়ে গিয়েছে আসার সময়। তবে সমস্ত কার্যক্রম সমাপ্ত করে আদৌ কবে শহরে এসে পৌঁছোন লাল-হলুদের বাকি বিদেশি ফুটবলাররা এখন সেটাই দেখার।