মতপার্থক্যের জেরে বাতিল ঋষভ! দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বে ফিরছেন শ্রেয়স

ভারতের বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য তিনি। এছাড়াও মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই উইকেট কিপার ব্যাটার।…

Rishabh Pant Likely Released as Delhi Capitals Target Shreyas Iyer for Captaincy in IPL 2025 Retention List

ভারতের বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য তিনি। এছাড়াও মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই উইকেট কিপার ব্যাটার। তবে আগামী আইপিএল সিজন শুরু হওয়ার আগেই বিগত কিছুদিন ধরে ঋষভ পন্ত এবং দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের মধ্যে মতবিরোধের খবর চর্চার বিষয় হয়ে উঠেছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দিল্লি তাদের রিটেনশন তালিকা থেকে ঋষভ পন্তকে বাদ দিয়েছে (Rishabh Pant DC)। জানা গেছে যে তাঁরা অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস এবং অভিষেক পোড়েলকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে, যদিও এই তালিকার এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

তবে ঋষভের বিষয়ে নিশ্চিত না হলেও এখন থেকেই নতুন অধিনায়ককে খুঁজতে শুরু করে দিয়েছে দিল্লি। এরই মাঝে একটি নতুন আপডেট এসেছে যে দিল্লি ক্যাপিটালস পুরনো অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে, যিনি এর আগেও দলের নেতৃত্ব দিয়েছিলেন। উল্লেখ্য বিষয় হল গতবার কলকাতাকে বিজয়ী করার পরেও নিলামে শ্রেয়সকে ধরে রাখার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি কেকেআর ফ্র্যাঞ্চাইজি।

   

মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ঋষভ পন্ত শুধুমাত্র অধিনায়কত্বের দাবি করেননি, তিনি কোচিং স্টাফের নির্বাচন প্রক্রিয়াতেও ভূমিকা রাখতে চেয়েছিলেন। তবে, দিল্লি ম্যানেজমেন্ট পন্তের সাম্প্রতিক পারফরম্যান্স এবং নেতৃত্বে সন্তুষ্ট ছিল না, তাই তাকে রিটেন না করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, এই সিদ্ধান্ত এক রাতের মধ্যে নেওয়া হয়নি; এই মতবিরোধ অনেকদিন ধরেই চলছিল।

হায়দরাবাদকে হারিয়েই সমর্থকদের হাতে উপহার তুলে দিলেন কামিন্স

দিল্লি ক্যাপিটালসের বর্তমান দলে ঋষভ পন্ত না থাকায় অধিনায়কত্বের জন্য একটি খালি স্থান তৈরি হয়েছে। এই ক্ষেত্রে অক্ষর প্যাটেল অধিনায়কত্বের জন্য একটি সম্ভাব্য বিকল্প হলেও, ম্যানেজমেন্টের নজর রয়েছে শ্রেয়স আইয়ারের দিকেও, যিনি কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ২০২৪-এ চ্যাম্পিয়ন করেছিলেন। বেশ কিছু সূত্র মতে, “অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পারেন, তবে মেগা অকশনে ম্যানেজমেন্ট অধিনায়কত্বের জন্য অন্যান্য বিকল্পও খুঁজবে। শ্রেয়স আইয়ারকে টার্গেট করা হতে পারে, কারণ তিনি দিল্লি ক্যাপিটালসের জন্য সফল অধিনায়ক ছিলেন এবং দলকে খুব ভালোভাবে বোঝেন।”

প্রকাশ্যে এল অন্তর্দ্বন্দ্ব! রোহিতের সাথে বিবাদে জড়ালেন গম্ভীর

প্রসঙ্গত উল্লেখ্য যে ঋষভের পাশাপাশি বাংলার মুকেশ কুমারকেও রিটেন করার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি দিল্লি। তবে শোনা যাচ্ছে গৌতম গম্ভীর সরে দাঁড়ানোর পরেই কলকাতার অধিনায়কত্ব থেকে সরে যেতে চেয়েছিলেন শ্রেয়স। তাই কলকাতার সম্ভাব্য রিটেনশন লিস্টে নাম মেলেনি শ্রেয়সের। তবে ঋষভকে সরিয়ে (Rishabh Pant DC) শ্রেয়সকেই আপাতত দিল্লির অধিনায়ক করা হচ্ছে কিনা সেকথা ভবিষ্যতই বলবে।