গিলের পথেই কোহলি! সোশাল মিডিয়ায় ভাইরাল ছবিতে জল্পনা তুঙ্গে

ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) পোস্টার বয় বিরাট কোহলিকে (Virat Kohli) ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যাচ্ছে, তিনি অনুশীলনে ব্যস্ত এবং তাঁর সঙ্গে রয়েছেন গুজরাট টাইটান্সের সহকারী কোচ নঈম আমিন। কোহলির হাতে ব্যাট, আর কোচের হাতে সেই বিখ্যাত MRF স্টিকারযুক্ত ব্যাট। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ছেড়ে গুজরাট টাইটান্সে (Gujarat Titans) নাম লেখাতে চলেছেন ‘কিং কোহলি’?

কিছুদিন আগেই ইংল্যান্ড সফরের আগের মুহূর্তে লাল বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কোহলি। তারপর থেকে আর কোনো ক্রিকেট ম্যাচে দেখা যায়নি তাঁকে। আইপিএলের পর কার্যত নিখোঁজ হয়ে যান মাঠের চেনা পরিসর থেকে। অবশেষে আবার ব্যাট হাতে দেখা গেল ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানকে।

   

কোহলি নিজেই ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে তিনি লন্ডনের একটি ইন্ডোর ট্রেনিং সেন্টারে ব্যাটিং প্র্যাকটিস করছেন। পাশে দাঁড়িয়ে আছেন নঈম আমিন। ছবির ক্যাপশনে কোহলি লেখেন, “শট নিয়ে আমাকে সাহায্য করেছ। অনেক ধন্যবাদ ভাই। সব সময় তোমাকে দেখতে ভালো লাগে।” এই পোস্ট ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, “তবে কি আরসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানছেন বিরাট? পরের মরসুমে তাঁকে কি গুজরাট টাইটান্সের হয়ে খেলতে দেখা যাবে?”

যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে বিরাট কোহলি বা দুই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কোনও সরকারি ভাবে বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে এই মুহূর্তে এটিকে শুধুই এক কাকতালীয় ঘটনা বলেই ধরে নেওয়া যায়।

গুজরাট টাইটান্সের সহকারী কোচ হিসেবে নঈম আমিনের নাম অতটা পরিচিত না হলেও, তাঁর প্রোফাইল যথেষ্ট সমৃদ্ধ। তিনি বর্তমানে উইলো ক্রিকেট অ্যাকাডেমির প্রধান এবং ২০২২ সালে গুজরাট টাইটান্সে যোগ দেওয়ার আগে ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচ ছিলেন। কোচ হিসেবে তাঁর রেকর্ড ভালোই বলা চলে। কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড় তাঁর সঙ্গে অনুশীলন করতে চাইলে, সেটা খুব একটা অস্বাভাবিক নয়।

Virat Kohli trains with Gujarat Titans coach
Virat Kohli trains with Gujarat Titans coach

১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজ। সেই সিরিজেই বিরাট কোহলির ফেরার কথা রয়েছে। ইংল্যান্ড সফরে না গেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি যে নিজেকে প্রস্তুত করছেন, তা তাঁর অনুশীলনের মাধ্যমে পরিষ্কার। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় ম্যাচ ফিটনেস ধরে রাখা এবং ছন্দে ফেরা কোহলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে অনুশীলনের জন্য গুজরাটের সহকারী কোচকে বেছে নেওয়া কি শুধুই পেশাদার সম্পর্ক, নাকি এর মধ্যে রয়েছে কোনও ইঙ্গিত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। কারণ কোহলি সাধারণত এমন অনুশীলনের ছবি বা ভিডিও খুব একটা শেয়ার করেন না। সোশ্যাল মিডিয়ায় তিনি সচরাচর খেলার বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি পোস্ট করেন। এই ব্যতিক্রমী পোস্ট তাই সন্দেহ উস্কে দিয়েছে।

উল্লেখ্য, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কোহলির যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে। সেই সময় থেকে তিনি দলের অবিচ্ছেদ্য অংশ। অধিনায়ক হিসেবেও দীর্ঘ সময় তিনি দায়িত্ব সামলেছেন। সেই জায়গা থেকে হঠাৎ দলবদলের জল্পনা অনেককেই আবেগপ্রবণ করে তুলেছে।

Virat Kohli trains with Gujarat Titans coach Sparks RCB exit rumors before Australia Series

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন